খুলনা-৩ (খালিশপুর, দৌলতপুর, খানজাহান আলী) আসনের বিএনপি প্রার্থী ও কেন্দ্রীয় ছাত্র বিষয়ক সম্পাদক আলহাজ রকিবুল ইসলাম বকুল তফসিল ঘোষণার পরই নিজ দায়িত্বে নির্বাচনী পোস্টার, প্যানা, বিলবোর্ড ও অন্যান্য প্রচারসামগ্রী অপসারণ করেছেন।
শুক্রবার দুপুরে নির্বাচনী এলাকার বিভিন্ন স্থানে পোস্টার সরাতে দেখা যায় তাকে। এ সময় বকুল সাংবাদিকদের বলেন, “নির্বাচন কমিশন তফসিল ঘোষণার পর ৪৮ ঘণ্টার মধ্যে সব ধরনের ব্যানার, ফেস্টুন, বিলবোর্ড ও আলোকসজ্জা অপসারণের নির্দেশ দিয়েছে। এটি রাষ্ট্রের আইন। তাই আমরা নিজেরাই আমাদের পোস্টার ও ফেস্টুনগুলো সরাচ্ছি।”
তিনি আরও জানান, “প্রার্থীদের আচরণবিধি মানা অত্যন্ত গুরুত্বপূর্ণ। নিজেদের আচরণবিধি না মেনে অন্যকে উপদেশ দেওয়ার কোনো মূল্য নেই। সেই দায়িত্ববোধ থেকেই আজ আমরা পোস্টার অপসারণের কাজ শুরু করেছি। আশা করি, আগামী নির্বাচন শান্তিপূর্ণ ও আইন সম্মত হবে।”
নির্বাচন কমিশন জানিয়েছে, তফসিল ঘোষণার পর সম্ভাব্য প্রার্থীদের সব ধরনের আগাম প্রচারসামগ্রী ৪৮ ঘণ্টার মধ্যে নিজ খরচে অপসারণ করতে হবে। এ সংক্রান্ত নির্দেশনা সিটি করপোরেশন, পৌরসভা ও ইউনিয়ন পর্যায়ের সংশ্লিষ্ট প্রতিষ্ঠানে পাঠানো হয়েছে।
""বি:দ্র: এই সাইটের কোন লেখা বা ছবি কপি করা আইনত দন্ডণীয়""
zahidit.com