• শুক্রবার, ৩০ জানুয়ারী ২০২৬, ০৪:৫২
সর্বশেষ :
নিরাপদ খুলনা চাই এর মানববন্ধন ও সমাবেশে বক্তারা খুলনার আইন শৃঙ্খলা পরিস্থিতি অবনতির দায় প্রশাসন এড়াতে পারেনা। নিরাপদ খুলনা চাই এর মানববন্ধন ও সমাবেশে বক্তারা খুলনার আইন শৃঙ্খলা পরিস্থিতি অবনতির দায় প্রশাসন এড়াতে পারেনা বিকেলে সিইসির মুখোমুখি হচ্ছে বিএনপি দরজায় তালা লাগিয়ে’ বিএনপি নেতার ঘরে আগুন, ঘুমন্ত শিশুর মৃত্যু, দগ্ধ আরও ৩ মেয়েকে নিয়ে ২৫ ডিসেম্বর সকালে ফিরবেন তারেক রহমান তফসিল ঘোষণার পর নিজেই পোস্টার অপসারণ করলেন খুলনা-৩ আসনের বিএনপি প্রার্থী রকিবুল ইসলাম বকুল ঝাঁকঝমকপূর্ণ আয়োজনে ওব্যাট থিংক ট্যাংক খুলনার সপ্তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন আরো ৩৬ টি আসনে প্রার্থীর নাম ঘোষণা করেছে বিএনপি চাঁদা তুলতে গিয়ে ছাত্রদল নেতাসহ আটক ৩ শিক্ষার্থীদের আন্দোলনে ঢাকা-ময়মনসিংহে ট্রেন চলাচল বন্ধ

আইভরি কোস্ট-দক্ষিণ আফ্রিকা সেমিফাইনাল নিশ্চিত করল

প্রতিনিধি: / ৪২৫ দেখেছেন:
পাবলিশ: রবিবার, ৪ ফেব্রুয়ারী, ২০২৪

স্পোর্টস: সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিককে হারিয়ে কোয়ার্টার ফাইনাল পর্যন্ত উঠে এসেছিলো মালি। তবে, স্বাগতিক আইভরি কোস্টকে আর হারাতে পারেনি। মালিকে ২-১ গোলে হারিয়ে আফ্রিকান কাপ অব নেশন্সের সেমিফাইনালে উঠে গেছে দিদিয়ের দ্রগবার দেশ। অন্য কোয়ার্টার ফাইনালে কেপভার্দেকে টাইব্রেকারে ২-১ গোলে হারিয়ে সেমিফাইনাল নিশ্চিত করেছে দক্ষিণ আফ্রিকা। নির্ধারিত সময় এবং অতিরিক্ত ৩০ মিনিট তথা পুরো ১২০ মিনিটের খেলা ছিল গোলশূন্য। মালি এবং আইভরি কোস্টের ম্যাচটি ছিল হাইভোল্টেজ। তুমুল উত্তেজনা ছিল। দুই দলের তিনজন ফুটবলার লালকার্ড দেখে বহিস্কার হন মাঠ থেকে। এর মধ্যে দু’জনই স্বাগতিক আইভরি কোস্টের। খেলা ১-১ গোলে ড্র থাকার পর গড়ায় অতিরিক্ত ৩০ মিনিটে। ১২০+২ মিনিটে এসে গোল করে নাটকীয় জয় তুলে নেয় আইভরি কোস্ট। গোলদাতা ওমর দিয়েকিতে গোল করে জয় নিশ্চিত করেন। পরের মিনিটেই তিনি লাল কার্ড দেখে মাঠ থেকে বহিস্কার হন। প্রথমার্ধ ছিল গোলশূন্য। তবে ৪৩তম মিনিটে লাল কার্ড দেখে ওদিলন কোসোনু মাঠ থেকে বহিস্কার হলে আইভরি কোস্ট ১০ জনের দলে পরিণত হয়। দ্বিতীয়ার্ধ শুরু হওয়ার বেশ কিছুক্ষণ পর ৭১তম মিনিটে প্রথম গোল করেন মালির নেনে ডর্গালেস। ম্যাচ শেষ হওয়ার ঠিক আগ মুহূর্তে (৯০ মিনিটে) সিমোন আদিংগ্রা গোল করে আইভরি কোস্টকে সমতায় ফেরান। এরপর খেলা গড়ায় অতিরিক্ত সময়ে। সেখানেও নাটকীয়তা। পুরো ৩০ মিনিটে কেউ গোল করতে পারেনি। ইনজুরি সময়ে এসে ওমার দিয়েকিতে গোল করলে জয় নিশ্চিত হয় আইভরিয়ানদের। যদিও তখন দুই দলের মধ্যে সংঘর্ষ বেধে যাওয়ার মত অবস্থা হয় এবং ওমার দিয়েকিতে লাল কার্ড দেখেন। ১২০+৫ মিনিটে মালির হামারি ত্রাওরে লাল কার্ড দেখে মাঠ থেকে বের হয়ে যান।


এই বিভাগের আরো খবর
https://www.kaabait.com