• শুক্রবার, ৩০ জানুয়ারী ২০২৬, ০৫:৪৮
সর্বশেষ :
নিরাপদ খুলনা চাই এর মানববন্ধন ও সমাবেশে বক্তারা খুলনার আইন শৃঙ্খলা পরিস্থিতি অবনতির দায় প্রশাসন এড়াতে পারেনা। নিরাপদ খুলনা চাই এর মানববন্ধন ও সমাবেশে বক্তারা খুলনার আইন শৃঙ্খলা পরিস্থিতি অবনতির দায় প্রশাসন এড়াতে পারেনা বিকেলে সিইসির মুখোমুখি হচ্ছে বিএনপি দরজায় তালা লাগিয়ে’ বিএনপি নেতার ঘরে আগুন, ঘুমন্ত শিশুর মৃত্যু, দগ্ধ আরও ৩ মেয়েকে নিয়ে ২৫ ডিসেম্বর সকালে ফিরবেন তারেক রহমান তফসিল ঘোষণার পর নিজেই পোস্টার অপসারণ করলেন খুলনা-৩ আসনের বিএনপি প্রার্থী রকিবুল ইসলাম বকুল ঝাঁকঝমকপূর্ণ আয়োজনে ওব্যাট থিংক ট্যাংক খুলনার সপ্তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন আরো ৩৬ টি আসনে প্রার্থীর নাম ঘোষণা করেছে বিএনপি চাঁদা তুলতে গিয়ে ছাত্রদল নেতাসহ আটক ৩ শিক্ষার্থীদের আন্দোলনে ঢাকা-ময়মনসিংহে ট্রেন চলাচল বন্ধ

ঈদের ছুটিতেও ধানদিয়া পরিবার পরিকল্পনা’র জরুরি পরিষেবা

ডেস্ক / ২৬২ দেখেছেন:
পাবলিশ: শুক্রবার, ৪ এপ্রিল, ২০২৫

এ বছর পবিত্র ঈদ-উল ফিতরের দীর্ঘ ছুটির কবলে পড়েছিল দেশের বিভিন্ন সরকারি, আর্থিক এবং সেবামূলক প্রতিষ্ঠান। কিন্তু তৃণমূল পর্যায়ে পরিবার পরিকল্পনা সেবা এবং মা ও শিশু স্বাস্থ্যের উপর দীর্ঘ ছুটির কোন প্রভাব যাতে না পড়ে এজন্য পরিবার পরিকল্পনা অধিদপ্তরের মহাপরিচালক এবং খুলনা বিভাগীয় পরিচালকের পক্ষ থেকে ছুটিকালীন পরিবার পরিকল্পনা এবং মা ও শিশু স্বাস্থ্যের উপর বিশেষ সেবা প্রদানের নির্দেশনা দেওয়া হয়।

 

পরিবার পরিকল্পনা অধিদপ্তরের সেই নির্দেশনা মোতাবেক পবিত্র ঈদ-উল-ফিতরের দীর্ঘ ছুটিতে সাতক্ষীরার তালা উপজেলা পরিবার পরিকল্পনা বিভাগের অধীনস্থ ইউনিয়ন পর্যায়ে অবস্থিত ৯টি স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে পরিবার পরিকল্পনা এবং মা ও শিশু স্বাস্থ্যের উপর বিশেষ সেবা প্রদান করা হয়। বিশেষ করে ধানদিয়া মডেল স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রের সেবার চিত্র ছিলো চোখে পড়ার মতো।

 

ঈদের ছুটির মধ্যে ২১ জন মহিলা তিন মাস মেয়াদী জন্মবিরতিকরণ ইনজেকশন সেবা গ্রহণ করেন। এছাড়া, খাবার বড়ি গ্রহণ করেন ৬ জন এবং দীর্ঘমেয়াদী পরিবার পরিকল্পনা পদ্ধতি আইইউডি নেন ১ জন।

 

এসময় কেন্দ্রটিতে স্বাভাবিক প্রসব সেবা দেওয়া হয় ০১ জনকে। পাশাপাশি, ২৫ জন সাধারণ রোগী এবং ১০ জন শিশু প্রযোজ্য সেবা গ্রহণ করেন।

 

ধানদিয়া ইউনিয়নের পাশাপাশি তালার অন্যান্য স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রসমূহে ছুটিকালীন স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা সেবা প্রদান করা হয়। খোঁজ নিয়ে জানা যায় এসময় উপজেলার বিভিন্ন সেবা কেন্দ্রে নরমাল ডেলিভারি সেবা প্রদান করা হয় ৬ জনকে।

 

এছাড়া, গর্ভবতী সেবা ৪৯ জন, প্রসবোত্তর সেবা ৮ জন, শিশু স্বাস্থ্য সেবা ৫৫ জন, আইইউডি সেবা ৩ জন এবং সাধারণ রোগীর সেবা ১৩৪ জনকে প্রদান করা হয়।

 

ঈদের চতুর্থ দিনে ধানদিয়া মডেল স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র পরিদর্শনে আসেন তালা উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা জনাব কামাল হোসেন। পরিদর্শনকালে কেন্দ্রে উপস্থিত ছিলেন সংশ্লিষ্ট ইউনিয়নের পরিবার পরিকল্পনা পরিদর্শক ইমামুল ইসলাম, পরিবার কল্যাণ পরিদর্শিকা ফতেমা জোহরা এবং উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার বীথিকা পাল।


এই বিভাগের আরো খবর
https://www.kaabait.com