নিজস্ব প্রতিবেদক
নানা কর্মসূচির মধ্য দিয়ে বৃহস্পতিবার উদ্যাপিত হলো ওব্যাট থিংক ট্যাংক খুলনার সপ্তম প্রতিষ্ঠাবার্ষিকী। দিনব্যাপী আয়োজনকে ঘিরে খালিশপুর ওব্যাট জুনিয়র হাই স্কুলের অডিটরিয়াম উৎসবমুখর হয়ে ওঠে। আয়োজনের মধ্যে ছিল আলোচনা সভা, কেক কাটা, সাংস্কৃতিক পরিবেশনা এবং সংগঠনের সেবামূলক কার্যক্রম নিয়ে ভিডিও প্রদর্শনী।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ওব্যাট হেলপার্সের প্রকল্প কর্মকর্তা হুমাউন কবির। প্রধান অতিথি ছিলেন খালিশপুর সরকারি হাজী মুহাম্মদ মুহসিন কলেজের অধ্যক্ষ প্রফেসর ফারুখে আযম মো. আব্দুস ছালাম। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুজন খালিশপুর থানা কমিটির সম্পাদক খলিলুর রহমান সুমন, টিআইবির এসিজি সদস্য খলিলুর রহমান, সাংবাদিক শান্ত ইসলাম এবং কেসিসির কনজারভেন্সি বিভাগের কর্মচারী নুরুজ্জামান সুমন।
সংগঠনের সভাপতি তানভীর আহমেদ স্বপনের সঞ্চালনায় বক্তৃতা করেন সাধারণ সম্পাদক হুমায়ারা নাজ হুমা শিমু, সৈয়দ ইকবাল হোসেন, রাব্বী আহমেদ, ইমরানসহ অনেকে। বক্তারা সংগঠনের দীর্ঘ দিনের সেবামূলক কার্যক্রম, বিভিন্ন অভিজ্ঞতা, অর্জন এবং ভবিষ্যৎ পরিকল্পনার কথা তুলে ধরেন। অনেকে আবেগাপ্লুত হয়ে সংগঠনের পথচলার গল্পও শোনান। অনুষ্ঠান থেকে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি কামনা করা হয়।
বক্তারা বলেন, খালিশপুর এলাকায় সেবামূলক কার্যক্রম পরিচালনার মাধ্যমে ওব্যাট থিংক ট্যাংক মানুষের আস্থা অর্জন করেছে। স্থানীয় সীমা ছাড়িয়ে সুন্দরবন অঞ্চলেও পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করায় সংগঠনের কর্মকাণ্ড বিশেষভাবে আলোচিত হয়েছে। ভবিষ্যতে আরও সংগঠিতভাবে সামাজিক উন্নয়নমূলক কাজে অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন বক্তারা। দিনব্যাপী উৎসবমুখর এই আয়োজন সংগঠনের সদস্যদের নতুন উদ্যমে সামনে এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা যোগায়।
https://www.kaabait.com