• শুক্রবার, ৩০ জানুয়ারী ২০২৬, ১০:২৮
সর্বশেষ :
নিরাপদ খুলনা চাই এর মানববন্ধন ও সমাবেশে বক্তারা খুলনার আইন শৃঙ্খলা পরিস্থিতি অবনতির দায় প্রশাসন এড়াতে পারেনা। নিরাপদ খুলনা চাই এর মানববন্ধন ও সমাবেশে বক্তারা খুলনার আইন শৃঙ্খলা পরিস্থিতি অবনতির দায় প্রশাসন এড়াতে পারেনা বিকেলে সিইসির মুখোমুখি হচ্ছে বিএনপি দরজায় তালা লাগিয়ে’ বিএনপি নেতার ঘরে আগুন, ঘুমন্ত শিশুর মৃত্যু, দগ্ধ আরও ৩ মেয়েকে নিয়ে ২৫ ডিসেম্বর সকালে ফিরবেন তারেক রহমান তফসিল ঘোষণার পর নিজেই পোস্টার অপসারণ করলেন খুলনা-৩ আসনের বিএনপি প্রার্থী রকিবুল ইসলাম বকুল ঝাঁকঝমকপূর্ণ আয়োজনে ওব্যাট থিংক ট্যাংক খুলনার সপ্তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন আরো ৩৬ টি আসনে প্রার্থীর নাম ঘোষণা করেছে বিএনপি চাঁদা তুলতে গিয়ে ছাত্রদল নেতাসহ আটক ৩ শিক্ষার্থীদের আন্দোলনে ঢাকা-ময়মনসিংহে ট্রেন চলাচল বন্ধ

ডুমুরিয়ায় ধ র্ষ ণ মা ম লার আ সা মী অজিয়ার রহমান গ্রেফতার

শেখ মাহতাব হোসেন, ডুমুরিয়া, খুলনা প্রতিনিধি / ২১৮ দেখেছেন:
পাবলিশ: মঙ্গলবার, ১৫ এপ্রিল, ২০২৫

গত ২২ মর্চ বিকাল অনুমান ৪ টায় সময় ডুমুরিয়া থানার কুলবাড়িয়া গ্রামের (গাঙ্গের পাড়) জনৈকা শাহিদা বেগম এর বসত ঘরের বারান্দায় নিয়ে জনৈকা শাহিদা বেগম বাড়িতে না থাকার সুযোগে ডুমুরিয়া থানার কুলবাড়িয়া গ্রামের মোঃ কাবিল উদ্দিন মোল্লার ছেলে মোঃ অজিয়ার মোল্লা (৬৫) ভিকটিমকে ৫০ টাকা‌ দিয়ে প্রলোভন দেখিয়ে তার পায়জামা খুলে তাকে ধর্ষণ করে। ঐ সময় তার শরীরে ছ্যাপের মত পিচ্ছিল পানি তার কাপড়ের সাথে লেগে যায় ও তার যৌনি দিয়ে রক্ত আসে। তখন আসামী একথা কাউকে যেনো না বলে তার জন্য ভয়ভীতি দেখায়। এ কারনে সে কাহারো কাছে ঘটনা প্রকাশ করে নাই বলে জানায়।

 

এ ঘটনা জানার পরপর আটলিয়া চেয়ারম্যান শেখ হেলাল উদ্দিন কে জানালে তিনি থানায় যাওয়ার পরামর্শ দেন। উক্ত আসামী ভিকটিম কে ফুসলিয়ে নিয়ে গিয়ে টাকার প্রলোভন ও ভয়ভীতি দেখিয়ে শাহিদা বেগম এর অবর্তমানে তার বাড়ীর বারান্দায় নিয়ে ধর্ষণ করে ।

 

উক্ত ঘটনার বিষয়ে এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ ও আত্মীয় স্বজনদের সাথে আলোচনা করে থানায় একটি মামলার এজাহার দায়ের করেন। এব্যাপারে ডুমুরিয়া থানায় একটি মামলা হয়।

 

এব্যাপারে ডুমুরিয়া থানার অফিসার্স ইনচার্জ মোঃ মাসুদ রানা বলেন একটি শিশু কে ধর্ষণ করেছে আসামিকে আটক করেছি।

 

অফুল্লা মন্ডল বাদী হয়ে ডুমুরিয়া থানায়‌ একটি দায়ের করেছেন,মামলার নং ১১/২৫তারিখ ১৪ /৪/২০২৫ নারী শিশু নির্যাতন দমন আইন ২০০০এর ৯( ১) পুলিশ আসামি মোঃ অজিয়ার মোল্লা গ্রেফতার করে কোট হাজতে প্রেরণ করেছেন।


এই বিভাগের আরো খবর
https://www.kaabait.com