• শনিবার, ৩১ জানুয়ারী ২০২৬, ০৫:১২
সর্বশেষ :
নিরাপদ খুলনা চাই এর মানববন্ধন ও সমাবেশে বক্তারা খুলনার আইন শৃঙ্খলা পরিস্থিতি অবনতির দায় প্রশাসন এড়াতে পারেনা। নিরাপদ খুলনা চাই এর মানববন্ধন ও সমাবেশে বক্তারা খুলনার আইন শৃঙ্খলা পরিস্থিতি অবনতির দায় প্রশাসন এড়াতে পারেনা বিকেলে সিইসির মুখোমুখি হচ্ছে বিএনপি দরজায় তালা লাগিয়ে’ বিএনপি নেতার ঘরে আগুন, ঘুমন্ত শিশুর মৃত্যু, দগ্ধ আরও ৩ মেয়েকে নিয়ে ২৫ ডিসেম্বর সকালে ফিরবেন তারেক রহমান তফসিল ঘোষণার পর নিজেই পোস্টার অপসারণ করলেন খুলনা-৩ আসনের বিএনপি প্রার্থী রকিবুল ইসলাম বকুল ঝাঁকঝমকপূর্ণ আয়োজনে ওব্যাট থিংক ট্যাংক খুলনার সপ্তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন আরো ৩৬ টি আসনে প্রার্থীর নাম ঘোষণা করেছে বিএনপি চাঁদা তুলতে গিয়ে ছাত্রদল নেতাসহ আটক ৩ শিক্ষার্থীদের আন্দোলনে ঢাকা-ময়মনসিংহে ট্রেন চলাচল বন্ধ

ডুমুরিয়ার ওয়াপদার রাস্তার ২ শতাধিক কাজ অবৈধভাবে কেটে নিয়ে গেছে, দেখার কেউ নেই

শেখ মাহতাব হোসেন, ডুমুরিয়া, খুলনা প্রতিনিধি / ২৬৮ দেখেছেন:
পাবলিশ: বুধবার, ৮ মে, ২০২৪

খুলনা জেলার জেলা ডুমুরিয়া উপজেলার ১৪নাম্বার মাগুরখালী ইউনিয়নের কাঞ্চন নগর হইতে বাইলারা গেট পর্যন্ত ৭‌ কিলোমিটার রাস্তার সিরিজ গাছ বাবলা গাছ নিম গাছ তেতুল গাছ আকাশমনিসহ ২শত গাছ কেটে নিয়ে গেছেন কতিপয় ব্যক্তিবর্গ জানা গেছে বিগত ২৫ বছর যাবৎ ৮৬ জন সুভিভোগির সদস্য পানি উন্নয়ন বোর্ডের ১৭নং পোল্ডার কাঞ্চননগর থেকে বাইলারা গেট পর্যন্ত ৭ কিলোমিটার ওয়াপদার রাস্তায় ২পাশ দিয়ে সারি বদ্ধ ভাবে আনুষ্ঠানিক এক লক্ষ ফলজ বনজ সহ বিভিন্ন ধরনের গাছ লাগিয়েছেন।

সম্প্রতি কালে ওই গাছ সুবিধাভোগীদের না জানিয়ে কাজগুলি অবৈধভাবে কেটে নিচ্ছেন স্থানীয় মকবুল শেখ, নিউটন মিস্ত্রি, সোলেমান, হাসিনা বেগম,সহ অনেকেই অবৈধভাবে এ গাছ কেটে বিক্রি করে দিচ্ছে।

এ ব্যাপারে ডুমুরিয়া উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মাদ আল আমিন নিকট সুবিভোগির সদস্য হোসেন আলী মৌখিক ভাবে অভিযোগ দাখিল করলে তিনি বলেন এই ব্যাপারটি নিয়ে আমাদের সকালে মিটিং হয়েছে। আপনারা বন বিভাগের উপজেলা কর্মকর্তা খান লিয়াকত আলী নিকট অভিযোগ দেন।

বন বিউপজেলা কর্মকর্তা খান লিয়াকত আলী জানান এই গাছ কাটার সম্পর্কে আমি কিছুই জানিনা।

তবে আমি এক্ষুনি তদন্ত করে আইনগত ব্যবস্থা নিচ্ছি তিনি আরো বলেন গাছগুলো পানি উন্নয়ন বোর্ডের।রক্ষণাবেক্ষণের দায়িত্ব সমিতির থাকলেও, কাটার ক্ষমতা নেই। আমি অভিযোগ পেয়েছি, ঘটনাস্থলে লোকও পাঠিয়েছি। যদি সত্যি হয় জরভিত্তিতে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

এদিকে পানি উন্নয়ন বোর্ডের এস ও আবুল হাসনাত বলেন ঐটা আমাদের বিষয় নয়‌‌, ঐটা বন বিভাগের ব্যাপার।

এব্যাপারে কাঞ্চন নগর বালাইরা গেটের ১৭নাম্বার পোল্ডারের সুবিধা ভোগির সদস্য হোসেন আলী জানান বন বিভাগের কর্মচারীদের সহ যোগীতায় আনুষ্ঠানিক ২শত বিভিন্ন জাতের গাছ চুরি করে বিক্রিয় করেছেন । উল্লেখ্য যদি অতি সত্বর চুরি করে গাজ বিক্রয় বন্ধ না করা হয় । তাহা হইলে সরকারি গাছ সাবার করে দিবেন বলে এলাকার সচমহল ও ভূক্তভূগিরা জানিয়েছেন ।


এই বিভাগের আরো খবর
https://www.kaabait.com