• শুক্রবার, ৩০ জানুয়ারী ২০২৬, ০২:৫১
সর্বশেষ :
নিরাপদ খুলনা চাই এর মানববন্ধন ও সমাবেশে বক্তারা খুলনার আইন শৃঙ্খলা পরিস্থিতি অবনতির দায় প্রশাসন এড়াতে পারেনা। নিরাপদ খুলনা চাই এর মানববন্ধন ও সমাবেশে বক্তারা খুলনার আইন শৃঙ্খলা পরিস্থিতি অবনতির দায় প্রশাসন এড়াতে পারেনা বিকেলে সিইসির মুখোমুখি হচ্ছে বিএনপি দরজায় তালা লাগিয়ে’ বিএনপি নেতার ঘরে আগুন, ঘুমন্ত শিশুর মৃত্যু, দগ্ধ আরও ৩ মেয়েকে নিয়ে ২৫ ডিসেম্বর সকালে ফিরবেন তারেক রহমান তফসিল ঘোষণার পর নিজেই পোস্টার অপসারণ করলেন খুলনা-৩ আসনের বিএনপি প্রার্থী রকিবুল ইসলাম বকুল ঝাঁকঝমকপূর্ণ আয়োজনে ওব্যাট থিংক ট্যাংক খুলনার সপ্তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন আরো ৩৬ টি আসনে প্রার্থীর নাম ঘোষণা করেছে বিএনপি চাঁদা তুলতে গিয়ে ছাত্রদল নেতাসহ আটক ৩ শিক্ষার্থীদের আন্দোলনে ঢাকা-ময়মনসিংহে ট্রেন চলাচল বন্ধ

ডুমুরিয়ায় মৎস্য সম্পদের সুরক্ষা ও সমৃদ্ধি অর্জনে মতবিনিময় সভা

শেখ মাহতাব হোসেন, ডুমুরিয়া, খুলনা প্রতিনিধি  / ১৮২ দেখেছেন:
পাবলিশ: মঙ্গলবার, ৩০ জুলাই, ২০২৪
মৎস্য সম্পদের সুরক্ষা ও সমৃদ্ধি অর্জনে মতবিনিময়

মঙ্গলবার ৩০জুলাই সকাল ১১টায় ডুমুরিয়া উপজেলা অফির্সাস ক্লাবে “ভরবো মাছে মোদের দেশ, গড়বো স্মার্ট বাংলাদেশ” এই শ্লোগান কে সামনে রেখে `মৎস্য সম্পদের সুরক্ষা ও সমৃদ্ধি  বিষয়ক মতবিনিময় সভা অনুষ্টিত হয়।  ডুমুরিয়া উপজেলা সিনিয়র মৎস্য অফিসার মোঃ আবুবকর সিদ্দিকের সভাপতিত্বে মৎস্য অধিদপ্তর কর্তৃক গৃহীত কার্যক্রম বিষয়ে জাতীয় মৎস্য সপ্তাহ ২০২৪ আনুষ্ঠানিক ভাবে, চাষীদের সাথে মতবিনিময়ের মাধ্যমে যাত্রা শুরু হয়।

 

উক্ত সভায় বক্তব্য দেন ডুমুরিয়া উপজেলা ফার্ম ম্যানেজার মো: রাকিব হোসেন, ডুমুরিয়া উপজেলার মেরিন ফিসারিজ কর্মকর্তা অশিত কুমার সরকার, ডুমুরিয়া উপজেলা মেরিন ফিশারিজ প্রকল্পের, টেকনিক্যাল অফিসার প্রণব কুমার দাশ,বিশিষ্ট সমাজ সেবক সাগর কুমার রায় বলেন দেশীয় প্রজাতীর বিভন্ন প্রকারের মাছের সুরক্ষা কিভাবে করতে হবে সে সম্পর্কে মতবিনিময় করা হয়।

 

সভায় সভাপতি‌ বলেন জাতীয় মৎস্য সপ্তাহ ২০২৪’ এর উদ্বোধনের আগের দিন সড়ক র‍্যালির পূর্বে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়, মৎস্য অধিদপ্তর এবং মৎস্যখাত সংশ্লিষ্ট  মাছের পোনা অবমুক্তকরণের ক্ষেত্রে অভ্যন্তরীণ মুক্ত জলাশয়সমূহকে মাছের পোনা অবমুক্ত
করবেন  ‘জাতীয় মৎস্য সপ্তাহ ২০২৪’ এর উদ্বোধনী অনুষ্ঠান প্রাণবন্ত করার জন্য তিনি সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা এবং শোকাবহ আগস্টের ভাবগাম্ভীর্য বজায় রেখে সকল কর্মসূচি আয়োজনের বিষয়ে প্রয়োজনীয় দিক নির্দেশনা প্রদান করেন।

পরিশেষে সভাপতি তাঁর বক্তব্যে আরো বলেন যে, পুষ্টি ও খাদ্য নিরাপত্তা নিশ্চিতকরণ, দারিদ্র্য দূরীকরণ এবং দেশের জনগণের আর্থ-সামাজিক উন্নয়নে বর্তমান সরকারের তত্ত্বাবধানে মৎস্যখাত বিশাল ভূমিকা রাখছে। সে প্রেক্ষিতে, জাতীয় জীবনে মৎস্যখাতের অবদান এবং এ খাতের সংরক্ষণ ও সমৃদ্ধির বিষয়ে জনসচেতনতা সৃষ্টির নিমিত্ত সকলের অংশগ্রহণে ‘জাতীয় মৎস্য সপ্তাহ ২০২৪’ উদযাপন করতে হবে। তিনি ‘জাতীয় মৎস্য সপ্তাহ ২০২৪’ সফলভাবে বাস্তবায়নের জন্য সংশ্লিষ্ট সকলের সক্রিয় অংশগ্রহণ ও সহযোগিতা কামনা করেন।


এই বিভাগের আরো খবর
https://www.kaabait.com