• শুক্রবার, ৩০ জানুয়ারী ২০২৬, ০৩:২৩
সর্বশেষ :
নিরাপদ খুলনা চাই এর মানববন্ধন ও সমাবেশে বক্তারা খুলনার আইন শৃঙ্খলা পরিস্থিতি অবনতির দায় প্রশাসন এড়াতে পারেনা। নিরাপদ খুলনা চাই এর মানববন্ধন ও সমাবেশে বক্তারা খুলনার আইন শৃঙ্খলা পরিস্থিতি অবনতির দায় প্রশাসন এড়াতে পারেনা বিকেলে সিইসির মুখোমুখি হচ্ছে বিএনপি দরজায় তালা লাগিয়ে’ বিএনপি নেতার ঘরে আগুন, ঘুমন্ত শিশুর মৃত্যু, দগ্ধ আরও ৩ মেয়েকে নিয়ে ২৫ ডিসেম্বর সকালে ফিরবেন তারেক রহমান তফসিল ঘোষণার পর নিজেই পোস্টার অপসারণ করলেন খুলনা-৩ আসনের বিএনপি প্রার্থী রকিবুল ইসলাম বকুল ঝাঁকঝমকপূর্ণ আয়োজনে ওব্যাট থিংক ট্যাংক খুলনার সপ্তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন আরো ৩৬ টি আসনে প্রার্থীর নাম ঘোষণা করেছে বিএনপি চাঁদা তুলতে গিয়ে ছাত্রদল নেতাসহ আটক ৩ শিক্ষার্থীদের আন্দোলনে ঢাকা-ময়মনসিংহে ট্রেন চলাচল বন্ধ

তালায় সোনা চো’রাচা’লানের ভাগাভাগির দ্ব’ন্দে হ’ত্যা’র চেষ্টা, আ’ট’ক ৩

তালা, সাতক্ষীরা প্রতিনিধি / ১৩৯ দেখেছেন:
পাবলিশ: রবিবার, ১২ অক্টোবর, ২০২৫

সাতক্ষীরার তালায় সোনা ও হুন্ডি ব্যবসার টাকা ভাগাভাগির দ্বন্দে অমল রায় ওরফে ছোট খোকন কে হত্যার চেষ্টা করা হয়েছে। সে উথালী গ্রামের মৃত্যু অমল কৃষ্ণ রায়ের ছেলে। এই ঘটনায় এলাকাবাসি ৩ জনকে আটক করে পুলিশের কাছে দিয়েছেন বলে জানা গেছে।

 

আটক ৩ জন হলো কালিগঞ্জ উপজেলার সোনাটিকাটি গ্রামের মৃত্যু আঃ রউফ সরদারের ছেলে সাকিবুল হাসান (২০), কলারোয়া উপজেলার কেড়াগাছি গ্রামের মৃত্যু মুনছুর আলীর ছেলে মোঃ সিরাজুল ইসলাম (৩৩) ও একই গ্রামের নাসির উদ্দীনের ছেলে আমির হোসেন (৩৫) ।

 

রবিবার (১২ অক্টোবর) ভোর ৫ টায় উথালী গ্রামের ডাক্তার বাড়ির মোড়ে এই ঘটনা ঘটে।

 

এ ঘটনায় আহত খোকনের ছেলে পান্না বাদি হয়ে আটক ৩ জন সহ ৬ জন কে আসামী করে তালা থানায় মামলা দায়ের করেছেন। আহত ছোট খোকনকে তালা হাসপাতালে ভর্তী করা হলেও উন্নত চিকিৎসার জন্য সাতক্ষীরা সদর হাসপাতালে স্থানান্তর করা হয়।

 

সরেজমিন পরিদর্শনে গেলে প্রত্যক্ষ দর্শী সহ এলাকাবাসি জানান, ছোট খোকন একজন দীর্ঘদিনের সোনা চোরাচালানীর সাথে জড়িত। ভোরে ফজরের নামাজের পরে চিৎকার চেচামেচির শব্দ শুনে ডাক্তার মোড়ের দিকে এগিয়ে গিয়ে দেখি ছোট খোকন কে ৩ জন লোক মারপিট করছে। আমরা তাদের ধরতে গেলে তারা মটরসাইকেল নিয়ে পালিয়ে যায়। এসম ১ জনকে আমরা ধরে ফেলি এবং খোনক কে উদ্ধার করে তালা হাসপাতালে পাঠাই। এর ঘন্টা দেড়েক পরে খবর পেয়ে তাকে ছাড়ানোর জন্য ১ টি মটর সাইকেলে আরও ৩ জন লোক আসে। তাদের ধাওয়া করলে ১ জন মটর সাইকেল নিয়ে পালিয়ে যায়। অন্য ২ জন কে আমরা আটকিয়ে রেখে পুলিশে খবর দিলে তালা থানা পুলিশ তাদের আটক করে থানায় নিয়ে যায়।

 

স্থানীয় একটি নির্ভরযোগ্য সূত্র জানায়, রায় ওরফে (ছোট খোকন) প্রায় ২৫/৩০ বছর ধরে সোনা চোরাচালানের ব্যবসার সাথে জড়িত। এদের দেশব্যাপী একটি বিশাল চক্র আছে। প্রায় প্রতিদিন তার বাড়িতে ভারতীয় বর্ডার এলাকার নতুন নতুন লোক আসা যাওয়া করে। তার ছেলে ও নাতনিও এই কারবারের সাথে জড়িত।

 

মামলার বাদি পান্না বলেন, যে লোকেরা আমার বাবাকে মারতে এসেছিলো তাদের বাবা চেনে না। কি কারণে মারতে এসেছিলো তাও জানিনা। কয়েকজন লোক একজন অপরিচিত লোক কে কেন মারতে আসলো এমন প্রশ্নের কোনো যৌক্তির ব্যাখ্যা দিতে পারেননি তিনি। তবে সোনা চোরা চালানের কথা অস্বীকার পুরোপুরি অস্বীকার করেন তিনি।

 

তালা থানা অফিসার ইনচার্জ (ওসি) মাইনউদ্দীন বলেন, আটক আসামীদের বিরুদ্ধে মারপিটের মামলায় ৩ জন আটক আটক করা হয়েছে।


এই বিভাগের আরো খবর
https://www.kaabait.com