• শুক্রবার, ৩০ জানুয়ারী ২০২৬, ০১:০৬
সর্বশেষ :
নিরাপদ খুলনা চাই এর মানববন্ধন ও সমাবেশে বক্তারা খুলনার আইন শৃঙ্খলা পরিস্থিতি অবনতির দায় প্রশাসন এড়াতে পারেনা। নিরাপদ খুলনা চাই এর মানববন্ধন ও সমাবেশে বক্তারা খুলনার আইন শৃঙ্খলা পরিস্থিতি অবনতির দায় প্রশাসন এড়াতে পারেনা বিকেলে সিইসির মুখোমুখি হচ্ছে বিএনপি দরজায় তালা লাগিয়ে’ বিএনপি নেতার ঘরে আগুন, ঘুমন্ত শিশুর মৃত্যু, দগ্ধ আরও ৩ মেয়েকে নিয়ে ২৫ ডিসেম্বর সকালে ফিরবেন তারেক রহমান তফসিল ঘোষণার পর নিজেই পোস্টার অপসারণ করলেন খুলনা-৩ আসনের বিএনপি প্রার্থী রকিবুল ইসলাম বকুল ঝাঁকঝমকপূর্ণ আয়োজনে ওব্যাট থিংক ট্যাংক খুলনার সপ্তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন আরো ৩৬ টি আসনে প্রার্থীর নাম ঘোষণা করেছে বিএনপি চাঁদা তুলতে গিয়ে ছাত্রদল নেতাসহ আটক ৩ শিক্ষার্থীদের আন্দোলনে ঢাকা-ময়মনসিংহে ট্রেন চলাচল বন্ধ

তালায় ৬ দফা দাবিতে সহকারী স্বাস্থ্য পরিদর্শকদের কর্মবিরতি পালন

তালা, সাতক্ষীরা প্রতিনিধি / ১৩৭ দেখেছেন:
পাবলিশ: শনিবার, ৪ অক্টোবর, ২০২৫

সাতক্ষীরার তালায় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রনালয়ের অধীনস্থ সম্প্রসারিত টিকাদান কর্মসুচী (ই,পি,আই) সহ তৃণমূল পর্যায়ে স্বাস্থ্য সেবায় কর্মরত স্বাস্থ্য সহকারী, সহকারী স্বাস্থ্য পরিদর্শক ও স্বাস্থ্য পরিদর্শকদের ৬ দফা দাবি আদায়ের লক্ষ্যে ১ অক্টোবর থেকে অনির্দিষ্টকালের জন্য কর্মরিরতি পালন।

 

শনিবার (৪ অক্টোবর) সকালে কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে তালা উপজেলা বাংলাদেশ হেল্থ এ্যাসিস্ট্যান্ট এসোসিয়েশনের উদ্যোগে এ উপলক্ষে মানববন্ধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

 

তালা উপজেলা কমপ্লেক্স চত্বরে এসোসিয়েশনের সভাপতি আব্দুল কাদের সরদারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাসুদ রানার সঞ্চালনায় বক্তব্য রাখেন, সহ-সভাপতি সমিরণ বিশ্বাস, পলাশ কুমার পাল, সাংগঠনিক সম্পাদক ওবায়দুর রহমান মিঠু, মহিলা বিষয়ক সম্পাদক ফতেমা খান সেতু, কোষাধ্যক্ষ কবির আলম প্রমুখ।

 

সভাপতির বক্তব্যে আব্দুল কাদের বলেন, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রনালয়ের অধীনস্থ সম্প্রসারিত টিকাদান কর্মসুচী (ই,পি,আই) সহ তৃণমূল পর্যায়ে স্বাস্থ্য সেবায় কর্মরত স্বাস্থ্য সহকারী, সহকারী স্বাস্থ্য পরিদর্শক ও স্বাস্থ্য পরিদর্শকরা কর্মজীবনের শুরু থেকেই অবহেলিত। দীর্ঘ ৩০-৩২ বছর যাবৎ চাকুরী করলেও পদন্নোতি হয় না অথচ অন্য দপ্তরে ১০ বছর চাকুরী করলে পদন্নোতি হয়। আমাদের অক্লান্ত পরিশ্রমের কারণে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রনালয় আন্তর্জাতিক পুরস্কার অর্জন করেছে। করোনাসহ বিভিন্ন দূর্যোগে তৃণমূল স্বাস্থ্য সহকারী, সহকারী স্বাস্থ্য পরিদর্শক ও স্বাস্থ্য পরিদর্শকগণ জীবনের ঝুঁকি নিয়ে দ্বায়িত্ব পালন করেন। অথচ এই দপ্তরে শৃঙ্খলা ফেরাতে সরকারের কোনো পদক্ষেপ নেই। মাঠ পর্যায়ে আমাদের কাজের নূন্যতম পরিবেশ নেই। সে ক্ষেত্রে উর্দ্ধতোন কর্মকর্তাগণও কোনো ভূমিকা দেখা যায় না।

 

তিনি বলেন, স্বাস্থ্য সহকারী, সহকারী স্বাস্থ্য পরিদর্শক ও স্বাস্থ্য পরিদর্শক অধিকার আদায়ের লক্ষ্য নিয়োগবিধি সংশোধন, শিক্ষাগত যোগ্যতা স্নাতক বা সমমান সংযোগ, ১৪ তম গ্রড প্রদান, ইন-সার্ভিস ডিপ্লোমা প্রশিক্ষণের মাধ্যমে ১১ তম গ্রেডে উন্নীতকরণ, টেকনিক্যাল পদমর্যাদা প্রদান ও পদোন্নতির ক্ষেত্রে ধারাবাহিক ভাবে পরবর্তী উচ্চতর গ্রেড প্রদানের দাবিতে কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে কয়েক বছর ধরে আন্দোলন করছি। সরকারের পক্ষ থেকে বারবার প্রতিশ্রুতি দিলেও পরে মনে রাখেনি। সে কারণে আবারও ১ অক্টোবর থেকে অনির্দিষ্ট কালের জন্য আন্দোলন করা হচ্ছে বলে জানান তিনি।

##


এই বিভাগের আরো খবর
https://www.kaabait.com