• শুক্রবার, ৩০ জানুয়ারী ২০২৬, ০৪:৫২
সর্বশেষ :
নিরাপদ খুলনা চাই এর মানববন্ধন ও সমাবেশে বক্তারা খুলনার আইন শৃঙ্খলা পরিস্থিতি অবনতির দায় প্রশাসন এড়াতে পারেনা। নিরাপদ খুলনা চাই এর মানববন্ধন ও সমাবেশে বক্তারা খুলনার আইন শৃঙ্খলা পরিস্থিতি অবনতির দায় প্রশাসন এড়াতে পারেনা বিকেলে সিইসির মুখোমুখি হচ্ছে বিএনপি দরজায় তালা লাগিয়ে’ বিএনপি নেতার ঘরে আগুন, ঘুমন্ত শিশুর মৃত্যু, দগ্ধ আরও ৩ মেয়েকে নিয়ে ২৫ ডিসেম্বর সকালে ফিরবেন তারেক রহমান তফসিল ঘোষণার পর নিজেই পোস্টার অপসারণ করলেন খুলনা-৩ আসনের বিএনপি প্রার্থী রকিবুল ইসলাম বকুল ঝাঁকঝমকপূর্ণ আয়োজনে ওব্যাট থিংক ট্যাংক খুলনার সপ্তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন আরো ৩৬ টি আসনে প্রার্থীর নাম ঘোষণা করেছে বিএনপি চাঁদা তুলতে গিয়ে ছাত্রদল নেতাসহ আটক ৩ শিক্ষার্থীদের আন্দোলনে ঢাকা-ময়মনসিংহে ট্রেন চলাচল বন্ধ

দাবী আদায়ে মহম্মদপুরে এমপিওভুক্ত শিক্ষকদের বি’ক্ষো’ভ মি’ছি’ল ও সমাবেশ

মুরাদ হোসেন, মাগুরা প্রতিনিধি / ৭৪ দেখেছেন:
পাবলিশ: মঙ্গলবার, ১৪ অক্টোবর, ২০২৫

মূল বেতনের ২০ শতাংশ হারে বাড়ি ভাড়া ও ১৫০০ টাকা চিকিৎসা ভাতা প্রদানসহ চার দফা দাবি আদায়ের লক্ষ্যে মাগুরার মহম্মদপুরে বিক্ষোভ মিছিল ও সমাবেশে করেছেন বেসরকারি এমপিওভুক্ত স্কুল, কলেজ, মাদ্রাসা ও কারিগরির শিক্ষক-কর্মচারীরা।

 

এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোট মহম্মদপুর উপজেলা শাখার আয়োজনে মঙ্গলবার (১৪ অক্টোবর) সকালে এই বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। ব্যানার-প্লাকার্ড নিয়ে বিক্ষোভ মিছিল ও সমাবেশে অংশ নেয় উপজেলার সকল এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীরা।

 

উপজেলার সকল এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীদের উপস্থিতিতে কাজী সালিমা হক মহিলা কলেজের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে উপজেলা পরিষদ চত্বরে এসে সমাবেশে অংশ নেয়। সমাবেশে সভাপতিত্ব করেন এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোট-এর মহম্মদপুর উপজেলা শাখার আহ্বায়ক অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) এস এম ইউনুস আলী।

 

ধোয়াইল মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মোঃ তরিকুল ইসলামের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য দেন আমিনুর রহমান কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ মিজানুর রহমান, বড়রিয়া এ ডাব্লিউ ফাজিল মাদরাসার অধ্যক্ষ শরিফ আক্তারুজ্জামান, মহম্মদপুর টেকনিক্যাল এন্ড বিজনেস ম্যানেজমেন্ট কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. মনোয়ার হোসেন, ধোয়াইল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রফিকুল ইসলাম, পলাশবাড়ীয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফরিদ আহমেদ, বসুর ধুলজুড়ী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ রিয়াজুর রহমান ও বালিদিয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মফিজুর রহমান প্রমূখ।

 

এ সময় বক্তারা আন্দোলনরত শিক্ষকদের ওপর পুলিশি হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। এবং দাবী আদায় না হওয়া পর্যন্ত কর্মবিরতী চলবে বলেও জানান। তবে সকল শিক্ষক-কর্মচারীদের প্রতিষ্ঠানে অবস্থান করার জন্য বলেন।


এই বিভাগের আরো খবর
https://www.kaabait.com