• শুক্রবার, ১৯ ডিসেম্বর ২০২৫, ০৭:৫৪
সর্বশেষ :
মেয়েকে নিয়ে ২৫ ডিসেম্বর সকালে ফিরবেন তারেক রহমান তফসিল ঘোষণার পর নিজেই পোস্টার অপসারণ করলেন খুলনা-৩ আসনের বিএনপি প্রার্থী রকিবুল ইসলাম বকুল ঝাঁকঝমকপূর্ণ আয়োজনে ওব্যাট থিংক ট্যাংক খুলনার সপ্তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন আরো ৩৬ টি আসনে প্রার্থীর নাম ঘোষণা করেছে বিএনপি চাঁদা তুলতে গিয়ে ছাত্রদল নেতাসহ আটক ৩ শিক্ষার্থীদের আন্দোলনে ঢাকা-ময়মনসিংহে ট্রেন চলাচল বন্ধ বাউল আবুল সরকারের মুক্তির দাবিতে কিশোরগঞ্জে সার্বজনীন মানববন্ধন ময়মনসিংহে হাসপাতাল-ক্লিনিকে র‌্যাবের অভিযান , ৫ লাখ টাকা জরিমানা উপকূলীয় শ্যামনগর, আশাশুনি ইউনিয়ন পরিষদের রূপকল্প ও উন্নয়ন পরিকল্পনায় প্রশিক্ষণ কর্মশালা কালিগঞ্জ থেকে ভেটখালী পর্যন্ত রাস্তা ৩৪ ফুট প্রশস্ত করার দাবিতে শ্যামনগরে মানববন্ধন

নগরঘাটায় খাদ্যবান্ধব কর্মসূচির আওতায় স্বল্পমূল্যে চাল বিতরণ

মো: আল মামুন / ৩৬৮ দেখেছেন:
পাবলিশ: রবিবার, ৩১ আগস্ট, ২০২৫

নগরঘাটায় সরকারি খাদ্যবান্ধব কর্মসূচির আওতায় শুরু হয়েছে স্বল্পমূল্যে চাল বিতরণ কার্যক্রম। দরিদ্র ও নিম্ন আয়ের মানুষের কথা মাথায় রেখে সরকার প্রতি কেজি মাত্র ১৫ টাকায় চাল সরবরাহ করছে। এই কর্মসূচির আওতায় প্রতিটি কার্ডধারী পরিবার এক মাসে সর্বোচ্চ ৩০ কেজি চাল পাবেন বলে জানান ডিলার ইলিয়াস হোসেন।

 

চাল বিতরণের উদ্বোধন অনুষ্ঠানে ট্যাগ অফিসার মাহবুব মিলনের উপস্থিতিতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নগরঘাটা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও ইউনিয়ন বিএনপির সভাপতি মহব্বত আলি সরদার, প্রবীন বিএনপি নেতা সম হায়দার আলী, সাধারণ সম্পাদক নাসিরুল জুলফিকার খোকন, সাংগঠনিক সম্পাদক আক্তারুজ্জামান মোড়ল, শিক্ষক আব্দুল মজিদ প্রমূখ।

 

রবিবার (৩১ আগষ্ট) সকাল থেকে নগরঘাটার বিভিন্ন বিতরণ কেন্দ্রে চাল নিতে ভিড় জমায় সাধারণ মানুষ। অনেকেই বলেন, বাজারে প্রতিকেজি চাল যেখানে ৫০ থেকে ৬০ টাকা, সেখানে সরকারের এই ১৫ টাকা দরে চাল পাওয়া তাদের জন্য বড় সহায়তা। এতে পরিবার চালাতে কিছুটা হলেও স্বস্তি মিলছে।

 

বিতরণ কার্যক্রম সুষ্ঠু ও স্বচ্ছভাবে সম্পন্ন করতে স্থানীয় প্রশাসন, জনপ্রতিনিধি ও খাদ্য বিভাগের কর্মকর্তারা সরেজমিনে তদারকি করছেন। যাতে কোনো অনিয়ম বা দুর্নীতি না হয় এবং প্রকৃত সুবিধাভোগীরাই এ কর্মসূচির আওতায় চাল পান, সে ব্যাপারে কড়া নজরদারি রাখা হচ্ছে।

 

এদিকে সাধারণ মানুষ আশা প্রকাশ করেছেন—এ ধরনের উদ্যোগ আরও বাড়ানো গেলে নিম্ন আয়ের মানুষদের জন্য তা হবে বড় সহায়তা। বিশেষ করে বাজারে নিত্যপণ্যের দাম বেড়ে যাওয়ায় ১৫ টাকা কেজি দরে চাল তাদের জীবনে কিছুটা স্বস্তি এনে দিচ্ছে।

 

নগরঘাটার মানুষের কাছে এ খাদ্যবান্ধব কর্মসূচি যেন এখন আশার আলো।


এই বিভাগের আরো খবর
https://www.kaabait.com