• শুক্রবার, ৩০ জানুয়ারী ২০২৬, ০৪:৩১
সর্বশেষ :
নিরাপদ খুলনা চাই এর মানববন্ধন ও সমাবেশে বক্তারা খুলনার আইন শৃঙ্খলা পরিস্থিতি অবনতির দায় প্রশাসন এড়াতে পারেনা। নিরাপদ খুলনা চাই এর মানববন্ধন ও সমাবেশে বক্তারা খুলনার আইন শৃঙ্খলা পরিস্থিতি অবনতির দায় প্রশাসন এড়াতে পারেনা বিকেলে সিইসির মুখোমুখি হচ্ছে বিএনপি দরজায় তালা লাগিয়ে’ বিএনপি নেতার ঘরে আগুন, ঘুমন্ত শিশুর মৃত্যু, দগ্ধ আরও ৩ মেয়েকে নিয়ে ২৫ ডিসেম্বর সকালে ফিরবেন তারেক রহমান তফসিল ঘোষণার পর নিজেই পোস্টার অপসারণ করলেন খুলনা-৩ আসনের বিএনপি প্রার্থী রকিবুল ইসলাম বকুল ঝাঁকঝমকপূর্ণ আয়োজনে ওব্যাট থিংক ট্যাংক খুলনার সপ্তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন আরো ৩৬ টি আসনে প্রার্থীর নাম ঘোষণা করেছে বিএনপি চাঁদা তুলতে গিয়ে ছাত্রদল নেতাসহ আটক ৩ শিক্ষার্থীদের আন্দোলনে ঢাকা-ময়মনসিংহে ট্রেন চলাচল বন্ধ

পাইকগাছায় স্বামী-স্ত্রীকে চেতনানাশক ওষুধ খাইয়ে স্বর্ণালংকার লুট

ইমদাদুল হক, পাইকগাছা, খুলনা / ৭০ দেখেছেন:
পাবলিশ: সোমবার, ১০ নভেম্বর, ২০২৫

খুলনার পাইকগাছায় স্বামী-স্ত্রীকে খাবারের সঙ্গে চেতনানাশক ওষুধ খাইয়ে স্বর্ণালংকার লুট করেছে দুর্বৃত্তরা। রবিবার রাতে উপজেলার কপিলমুনি ইউনিয়নের শ্যামনগর ২নং ওয়ার্ডে মাওলানা আবু ইউসুফ (৬০) এর বাড়িতে এ ঘটনা ঘটে।

 

ভুক্তভোগী আবু ইউসুফ ও তাঁর স্ত্রী বর্তমানে পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।

 

অসুস্থ আবু ইউসুফের ছোট ভাই মো. মফিজুল ইসলাম (৩৮) জানান, “আমার দুই ভাতিজা চাকরির কারণে বাইরে থাকে। ভাই ও ভাবি একাই বাড়িতে ছিলেন। রাতে খাবারের সঙ্গে কোনোভাবে চেতনানাশক ওষুধ মেশানো হয়েছিল বলে আমাদের সন্দেহ। খাবার খাওয়ার পর তাঁরা অচেতন হয়ে পড়েন। রাতের কোনো একসময় দুর্বৃত্তরা ঘরে ঢুকে প্রায় দুই ভরি স্বর্ণালংকার লুট করে নিয়ে যায়।”

 

সোমবার সকালে তাঁদের জ্ঞান ফিরলে দেখা যায়, ঘরের দরজা খোলা, জিনিসপত্র এলোমেলো এবং গহনাগুলো উধাও।

 

পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. নিরাপদ মণ্ডল জানান, “অজানা বিষক্রিয়ায় আক্রান্ত দুইজন রোগীকে চিকিৎসা দেওয়া হচ্ছে। তাঁরা ধীরে ধীরে সুস্থ হচ্ছেন।”

 

এ বিষয়ে পাইকগাছা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রিয়াদ মাহমুদ বলেন, “ঘটনাটি সম্পর্কে এখনো কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।”

 

উল্লেখ্য, সম্প্রতি পাইকগাছা উপজেলার বিভিন্ন এলাকায় চেতনানাশক প্রয়োগ করে চুরি ও লুটের এমন ঘটনা প্রায়ই ঘটছে, যা স্থানীয়দের মধ্যে আতঙ্কের সৃষ্টি করেছে।


এই বিভাগের আরো খবর
https://www.kaabait.com