• মঙ্গলবার, ০৯ ডিসেম্বর ২০২৫, ১০:৪৯
সর্বশেষ :
ঝাঁকঝমকপূর্ণ আয়োজনে ওব্যাট থিংক ট্যাংক খুলনার সপ্তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন আরো ৩৬ টি আসনে প্রার্থীর নাম ঘোষণা করেছে বিএনপি চাঁদা তুলতে গিয়ে ছাত্রদল নেতাসহ আটক ৩ শিক্ষার্থীদের আন্দোলনে ঢাকা-ময়মনসিংহে ট্রেন চলাচল বন্ধ বাউল আবুল সরকারের মুক্তির দাবিতে কিশোরগঞ্জে সার্বজনীন মানববন্ধন ময়মনসিংহে হাসপাতাল-ক্লিনিকে র‌্যাবের অভিযান , ৫ লাখ টাকা জরিমানা উপকূলীয় শ্যামনগর, আশাশুনি ইউনিয়ন পরিষদের রূপকল্প ও উন্নয়ন পরিকল্পনায় প্রশিক্ষণ কর্মশালা কালিগঞ্জ থেকে ভেটখালী পর্যন্ত রাস্তা ৩৪ ফুট প্রশস্ত করার দাবিতে শ্যামনগরে মানববন্ধন ডিজিটাল সহিংসতা প্রতিরোধে শ্যামনগরে র‍্যালি, মানববন্ধন ও সংবাদ সম্মেলন নির্বাচিত হতে পারলে খাজরা ইউনিয়নে জলাবদ্ধতা ও কোনো কাঁচা রাস্তা : সাবেক এমপি কাজী আলাউদ্দিন

বাংলাদেশের কোচ বাস্তবতা মেনেই চলছেন

প্রতিনিধি: / ২২২ দেখেছেন:
পাবলিশ: শুক্রবার, ২২ মার্চ, ২০২৪

স্পোর্টস: র‌্যাঙ্কিয়ে ৮৬ ধাপ এগিয়ে থাকা ফিলিস্তিনের বিপক্ষে শুরুটা দারুণ করেছিল বাংলাদেশ। সমান তালে ৪০ মিনিট পর্যন্ত লড়াই করেছিলেন জামাল-রাকিবরা। রক্ষণ সামলে গোলের সুযোগও তৈরি করেছিলেন। কিন্তু ফিনিশিং ব্যর্থতায় গোল পাওয়া হয়নি। ফিলিস্তিন অবশ্য নিজেদের শক্তিমত্তা দেখিয়েছে। একে একে পাঁচ গোল করে বিশ্বকাপ বাছাইয় বড় জয় তুলে নিয়েছে। বাংলাদেশ কোচ হাভিয়ের কাবরেরা এটাকে বাস্তবতা মানছেন। বড় দলের বিপক্ষে এরকমটা হওয়ার ছিল বলছেন এই স্প্যানিয়ার্ড, ‘কঠিন একটি ম্যাচ ছিল। প্রথম ৪০ মিনিট আমরা লড়াই করতে পেরেছি। চোখে চোখ রেখে ফিলিস্তিনের মতো শক্তিশালী একটি দলের বিপক্ষে লড়েছি। কিন্তু প্রথমার্ধের শেষ দিকে ম্যাচ ছেড়ে দিয়েছি। দ্বিতীয়ার্ধে পুরোটাই আমরা ভালো খেলতে পারিনি এবং এটাই বাস্তবতা। ফিলিস্তিন বড় দল। এরকমটাই হওয়ার ছিল। এখন কী কী ভুল ছিল সে সব বের করব এবং পরের ম্যাচের জন্য প্রস্তুত হতে হবে।’ গত বছর সাফ চ্যাম্পিয়নশিপের পর থেকেই দলের খেলার মান বেড়েছে বলে আসছিলেন কাবরেরা এবং এই পর্যায়ের ফুটবল এই দলের মান হওয়া উচিত বার বার বলেছেন তিনি। ফিলিস্তিনের বিপক্ষে এমন ফলে অবশ্য খুব বেশি পরিবর্তন দেখছেন না তিনি। বরং কেন শেষ দিকে গিয়ে খেই হারিয়ে ফেলে দল তা উদঘাটন করতে চান কাবরেরা, ‘ফলাফল আমাদের দলকে খুব বেশি পরিবর্তন করবে না। ৪-০, ৫-০, ৬-০ কোন ব্যাপার না, কিন্তু কেন আমরা শেষ দিকে গিয়ে এমন খেলা ছেড়ে দেই বা দ্বিতীয়ার্ধে ঘুরে দাঁড়াতে পারি না সেটা নিয়ে কাজ করব। আমাদের দলের যে স্ট্যান্ডার্ড সেটা উন্নতির ধারায় আছে। ফিলিস্তিনের মতো শক্তিশালী দলের বিপক্ষে প্রথম ৪০ মিনিট যেভাবে খেলেছে সেটাই এই দলের সেরা শুরু বলা যায়। এখন এখান থেকে শিক্ষা নিয়ে, বিশ্লেষণ করে পরের ম্যাচের জন্য প্রস্তুত হতে হবে।’ আগামী ২৬ মার্চ ফিরতি লেগে ঢাকায় কিংস অ্যারেনায় মুখোমুখি হবে দুই দল। বিশ্বকাপ বাছাইয়ে দ্বিতীয় রাউন্ডে ‘আই’ গ্রæপে তিন ম্যাচে একটি করে জয়, হার ও ড্রতে চার পয়েন্ট নিয়ে দুইয়ে ফিলিস্তিন। আর দুটি হার ও একটি ড্রয়ে এক পয়েন্টে সবার শেষে বাংলাদেশ। তিন ম্যাচে শতভাগ জয়ে ৯ পয়েন্ট নিয়ে শীর্ষে অস্ট্রেলিয়া আর তিন ম্যাচে দুই ড্র ও এক হারে দুই পয়েন্টে তিনে লেবানন।


এই বিভাগের আরো খবর
https://www.kaabait.com