• শুক্রবার, ৩০ জানুয়ারী ২০২৬, ০২:৫১
সর্বশেষ :
নিরাপদ খুলনা চাই এর মানববন্ধন ও সমাবেশে বক্তারা খুলনার আইন শৃঙ্খলা পরিস্থিতি অবনতির দায় প্রশাসন এড়াতে পারেনা। নিরাপদ খুলনা চাই এর মানববন্ধন ও সমাবেশে বক্তারা খুলনার আইন শৃঙ্খলা পরিস্থিতি অবনতির দায় প্রশাসন এড়াতে পারেনা বিকেলে সিইসির মুখোমুখি হচ্ছে বিএনপি দরজায় তালা লাগিয়ে’ বিএনপি নেতার ঘরে আগুন, ঘুমন্ত শিশুর মৃত্যু, দগ্ধ আরও ৩ মেয়েকে নিয়ে ২৫ ডিসেম্বর সকালে ফিরবেন তারেক রহমান তফসিল ঘোষণার পর নিজেই পোস্টার অপসারণ করলেন খুলনা-৩ আসনের বিএনপি প্রার্থী রকিবুল ইসলাম বকুল ঝাঁকঝমকপূর্ণ আয়োজনে ওব্যাট থিংক ট্যাংক খুলনার সপ্তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন আরো ৩৬ টি আসনে প্রার্থীর নাম ঘোষণা করেছে বিএনপি চাঁদা তুলতে গিয়ে ছাত্রদল নেতাসহ আটক ৩ শিক্ষার্থীদের আন্দোলনে ঢাকা-ময়মনসিংহে ট্রেন চলাচল বন্ধ

 মোরেলগঞ্জে ৬ মাস ধরে কর্মস্থলে অনুপস্থিত সাবেক ছাত্রলীগ নেতা, নিরাপত্তাহীনতায় বিদ্যালয়

প্রতিনিধি: / ২১৮ দেখেছেন:
পাবলিশ: শুক্রবার, ২৩ ফেব্রুয়ারী, ২০২৪

মোরেলগঞ্জ প্রতিনিধি: বাগেরহাটের মোরেলগঞ্জে একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দপ্তরী কাম নৈশপ্রহরী ইমরুল হোসেন খান কয়েক মাস ধরে নিখোঁজ রয়েছেন।  বিদ্যালয়ে তার হাজিরা নেই টানা ৬ মাস। এলাকায়ও কারো সাথে দেখা নেই। এ অবস্থায় ৮৭ নং বহরবুরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়টির পরিস্কার পরিচ্ছন্নতা ও নিরাপত্তা ব্যবস্থা ব্যহত হচ্ছে।

ওয়ার্ড ছাত্রলীগের সাবেক সভাপতি ইমরুল হোসেন ২০১৪ সালে বিদ্যালয়টিতে দপ্তরী কাম নৈশপ্রহরী পদে নিয়োগ পান। এর পর থেকে নিজের খেয়াল খুশি মতই চলে তার চাকুরি ও হাজিরা। রাজনৈতিক প্রভাব ও বিদ্যালয়ের সভাপতির আত্মীয় হবার কারনে প্রধান শিক্ষকসহ অন্যান্য শিক্ষকরা ইমরুলকে কখনোই নিয়ম নীতির আওতায় আনতে পারেননি বলে অভিযোগ রয়েছে। বিদ্যালয়ে তিনি সর্বশেষ স্বাক্ষর করেছেন ২০২৩ সালে ৭ আগষ্ট। এরপর থেকে তিনি বিনা অনুমতিতে আজ অবধি(২৩ ফেব্রুয়ারি) অনুপস্থিত বলে প্রধান শিক্ষক জানিয়েছেন।

এ বিষয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আল মামুন বলেন, দপ্তরী কাম নৈশপ্রহরী ইমরুল হোসেন ছুটির আবেদন ছাড়াই ৬ মাসের অধীক সময় ধরে কর্মস্থলে অনুপস্থিত। সে কোথায় আছে জানা নেই। বিষয়টি উর্ধতন কর্মকর্তাদের লিখিতভাবে অবহিত করেন, তার বেতন বন্ধ রাখা হয়েছে।

ইমরুল হোসেনের সাথে যোগাগের চেষ্টা করা হলে তার ফোন বন্ধ পাওয়া যায়। স্থানীয় অনেকে বলছেন তিনি সৌদি আরবে অবস্থান করছেন। তবে তার ভাই মো. ইমরান খান ও স্ত্রী সোনালী আক্তার বলেন, ইমরুল অসুস্থতার কারনে ঢাকায় আছে। তার সাথে কোন যোগাযোগ নেই। ফোনও বন্ধ।

উপজেলা শিক্ষা কর্মকর্তা শেখ মুস্তাফিজুর রহমান বলেন, বিদ্যালয় কাম সাইক্লোন শেল্টারটির শৃংখলা ও নিরাপত্তার স্বার্থে নৈশপ্রহরী ইমরুল হোসেন খানের অনুপস্থিতির বিষয়ে শীঘ্রই বিধিমোতাবেক ব্যবস্থা নেওয়া হবে।


এই বিভাগের আরো খবর
https://www.kaabait.com