• শুক্রবার, ৩০ জানুয়ারী ২০২৬, ০২:৫১
সর্বশেষ :
নিরাপদ খুলনা চাই এর মানববন্ধন ও সমাবেশে বক্তারা খুলনার আইন শৃঙ্খলা পরিস্থিতি অবনতির দায় প্রশাসন এড়াতে পারেনা। নিরাপদ খুলনা চাই এর মানববন্ধন ও সমাবেশে বক্তারা খুলনার আইন শৃঙ্খলা পরিস্থিতি অবনতির দায় প্রশাসন এড়াতে পারেনা বিকেলে সিইসির মুখোমুখি হচ্ছে বিএনপি দরজায় তালা লাগিয়ে’ বিএনপি নেতার ঘরে আগুন, ঘুমন্ত শিশুর মৃত্যু, দগ্ধ আরও ৩ মেয়েকে নিয়ে ২৫ ডিসেম্বর সকালে ফিরবেন তারেক রহমান তফসিল ঘোষণার পর নিজেই পোস্টার অপসারণ করলেন খুলনা-৩ আসনের বিএনপি প্রার্থী রকিবুল ইসলাম বকুল ঝাঁকঝমকপূর্ণ আয়োজনে ওব্যাট থিংক ট্যাংক খুলনার সপ্তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন আরো ৩৬ টি আসনে প্রার্থীর নাম ঘোষণা করেছে বিএনপি চাঁদা তুলতে গিয়ে ছাত্রদল নেতাসহ আটক ৩ শিক্ষার্থীদের আন্দোলনে ঢাকা-ময়মনসিংহে ট্রেন চলাচল বন্ধ

রোনালদোর ৫০ গোল ৫৮ ম্যাচে

প্রতিনিধি: / ২২৩ দেখেছেন:
পাবলিশ: শনিবার, ১৬ মার্চ, ২০২৪

স্পোর্টস: সময়টা খুব ভালো কাটছিল না আল নাসরের। এশিয়ান চ্যাম্পিয়ন্স লিগ থেকে বিদায় নিতে হয়েছে। লিগে টানা দুই ম্যাচে হারাতে হয়েছে পয়েন্ট। দুঃসময়ের মেঘ ফুঁড়ে অবশেষে কিছুটা আলোর দেখা পেয়েছে ক্লাবটি। সেই স্বস্তির উপলক্ষ এনে দিয়েছেন ক্রিস্তিয়ানো রোনালদো। গোল করে দলকে জিতিয়ে এই তারকা নিজে পূরণ করেছেন একটি মাইলফলক। সৌদি প্রো লিগে শুক্রবার আল আহলিকে ১-০ গোলে হারিয়ে দ্বিতীয় স্থান সংহত করেছে আল নাস্র। ৬৮তম মিনিটে পেনাল্টি থেকে ম্যাচের ভাগ্য গড়ে দেওয়া গোল করেন রোনালদো। এই গোলে আল নাস্রের হয়ে অর্ধশত গোল হয়ে গেল তার। সৌদি প্রো লিগ, এশিয়ান চ্যাম্পিয়ন্স লিগ, কিং’স কাপ, সুপার কাপ ও আরব চ্যাম্পিয়ন্স কাপ মিলিয়ে ৫৮ ম্যাচে ৫০ গোল হয়ে গেল তার। আল আহলির মাঠে তারকা সমৃদ্ধ দুই দলের লড়াইয়ের প্রথমার্ধ খুব একটা জমেনি। সাবধানী ফুটবলে ঢিমেতালে এগিয়েছে দুই দলই। এর মধ্যেও একবার বল জালে পাঠান রোনালদো। কিন্তু গোল হয়নি অফসাইডের কারণে। দ্বিতীয়ার্ধে একই অভিজ্ঞতা হয় আল আহলির ব্রাজিলিয়ান ফরোয়ার্ড রবের্তো ফিরমিনোর। দ্বিতীয়ার্ধে খেলার গতি বাড়ায় দুই দলই। এর মধ্যেই ভিএআর দেখে আল নাস্রকে পেনাল্টি দেন রেফারি। গোলকিপারকে বিভ্রান্ত করে উল্টো দিক দিয়ে বল জালে পাঠান রোনালদো। সেই গোলই শেষ পর্যন্ত হয়ে যায় ম্যাচের ভাগ্য নির্ধারক। এই জয়ের পর ২৪ ম্যচে ৫৬ পয়েন্ট নিয়ে আল আহলি থেকে আরেকটু এগিয়ে গেল আল নাস্র। সমান ম্যাচে ৪৭ পয়েন্ট নিয়ে তিনে আল আহলি। শীর্ষে থাকা আল হিলাল অবশ্য এই দুই দল থেকে অনেকটা এগিয়ে। ২৩ ম্যাচ খেলেই ৬৫ পয়েন্ট তাদের। লিগে এখনও কোনো ম্যাচ হারেনি তারা, জিতেছে ২১টিতেই।


এই বিভাগের আরো খবর
https://www.kaabait.com