• শনিবার, ২০ ডিসেম্বর ২০২৫, ০১:০২
সর্বশেষ :
মেয়েকে নিয়ে ২৫ ডিসেম্বর সকালে ফিরবেন তারেক রহমান তফসিল ঘোষণার পর নিজেই পোস্টার অপসারণ করলেন খুলনা-৩ আসনের বিএনপি প্রার্থী রকিবুল ইসলাম বকুল ঝাঁকঝমকপূর্ণ আয়োজনে ওব্যাট থিংক ট্যাংক খুলনার সপ্তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন আরো ৩৬ টি আসনে প্রার্থীর নাম ঘোষণা করেছে বিএনপি চাঁদা তুলতে গিয়ে ছাত্রদল নেতাসহ আটক ৩ শিক্ষার্থীদের আন্দোলনে ঢাকা-ময়মনসিংহে ট্রেন চলাচল বন্ধ বাউল আবুল সরকারের মুক্তির দাবিতে কিশোরগঞ্জে সার্বজনীন মানববন্ধন ময়মনসিংহে হাসপাতাল-ক্লিনিকে র‌্যাবের অভিযান , ৫ লাখ টাকা জরিমানা উপকূলীয় শ্যামনগর, আশাশুনি ইউনিয়ন পরিষদের রূপকল্প ও উন্নয়ন পরিকল্পনায় প্রশিক্ষণ কর্মশালা কালিগঞ্জ থেকে ভেটখালী পর্যন্ত রাস্তা ৩৪ ফুট প্রশস্ত করার দাবিতে শ্যামনগরে মানববন্ধন

সাতক্ষীরার কুখরালীতে রাস্তার কাজ বন্ধ; চরম দু’র্ভো’গে এলাকাবাসী

সাতক্ষীরা প্রতিনিধি / ১৭৪ দেখেছেন:
পাবলিশ: শুক্রবার, ৮ আগস্ট, ২০২৫

সাতক্ষীরা পৌরসভার ৬নং ওয়ার্ডের কুখরালী এলাকায় চলমান রাস্তার উন্নয়নকাজ দীর্ঘদিন ধরে বন্ধ থাকায় চরম ভোগান্তিতে পড়েছেন স্থানীয় বাসিন্দারা। ইট খুঁড়ে ফেলে কাজ শুরু করা হলেও তা অসমাপ্ত রেখে চলে যাওয়ায় চলাচলের একমাত্র পথটি এখন মরণফাঁদে পরিণত হয়েছে।

 

(৮ই আগস্ট) শুক্রবার সকালে সরজমিনে গিয়ে দেখা যায়,রাস্তার ওপর ছড়িয়ে-ছিটিয়ে আছে ভাঙা ইট, পাশে সৃষ্টি হয়েছে গভীর গর্ত। বৃষ্টির পানিতে কাদা জমে চলাচল হয়ে উঠেছে দুর্বিষহ। ছোট ছোট শিশু থেকে শুরু করে বৃদ্ধরা প্রতিদিন জীবনের ঝুঁকি নিয়ে যাতায়াত করছেন এই ভাঙাচোরা পথে।

 

স্থানীয় গৃহবধূ রহিমা খাতুন বলেন,রাস্তা দিয়ে হাঁটতে গেলেই পা ফসকে পড়ে যাচ্ছি। ছেলে-মেয়েরা স্কুলে যেতে পারে না ঠিকমতো। বর্ষার সময় অবস্থা আরও খারাপ হয়ে যায়। রাস্তার কাজ শুরু করে ফেলে রেখে গেছে, এখন দেখার কেউ নেই।

 

একই এলাকার বাসিন্দা জাহাঙ্গীর হোসেন বলেন,দিন দিন রাস্তা ঢসে বড় গর্ত তৈরি হচ্ছে রাতে অন্ধকারে মানুষ একের পর এক দুর্ঘটনার স্বীকার হচ্ছে। আমরা একাধিকবার পৌরসভার কর্তৃপক্ষের কাছে বলেছি কিন্তু কোনো কার্যকর পদক্ষেপ নেয় নি।

 

এই বিষয়ে জানতে চাইলে স্থানীয় সরকার বিভাগের সাতক্ষীরার উপ-পরিচালক ও পৌরসভার প্রশাসক মাসরুবা ফেরদৌস বলেন,সম্প্রতি টানা বৃষ্টির কারণে কুখরালী এলাকার রাস্তার কাজ সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। আবহাওয়া স্বাভাবিক হলেই পুনরায় কাজ শুরু হবে। আমরা বিষয়টি নিয়মিত পর্যবেক্ষণে রেখেছি।তিনি আরোও বলেন,এলাকাবাসীর কষ্ট লাঘবে দ্রুততম সময়ে কাজ সম্পন্ন করতে সংশ্লিষ্ট ঠিকাদারকে নির্দেশ দেওয়া হয়েছে।

 

এদিকে ভোগান্তিতে অতিষ্ঠ এলাকাবাসী দ্রুত রাস্তার কাজ শেষ করে স্বাভাবিক চলাচলের ব্যবস্থা নিশ্চিত করার দাবি জানিয়েছেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে।


এই বিভাগের আরো খবর
https://www.kaabait.com