• শুক্রবার, ১৯ ডিসেম্বর ২০২৫, ১১:৩৩
সর্বশেষ :
মেয়েকে নিয়ে ২৫ ডিসেম্বর সকালে ফিরবেন তারেক রহমান তফসিল ঘোষণার পর নিজেই পোস্টার অপসারণ করলেন খুলনা-৩ আসনের বিএনপি প্রার্থী রকিবুল ইসলাম বকুল ঝাঁকঝমকপূর্ণ আয়োজনে ওব্যাট থিংক ট্যাংক খুলনার সপ্তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন আরো ৩৬ টি আসনে প্রার্থীর নাম ঘোষণা করেছে বিএনপি চাঁদা তুলতে গিয়ে ছাত্রদল নেতাসহ আটক ৩ শিক্ষার্থীদের আন্দোলনে ঢাকা-ময়মনসিংহে ট্রেন চলাচল বন্ধ বাউল আবুল সরকারের মুক্তির দাবিতে কিশোরগঞ্জে সার্বজনীন মানববন্ধন ময়মনসিংহে হাসপাতাল-ক্লিনিকে র‌্যাবের অভিযান , ৫ লাখ টাকা জরিমানা উপকূলীয় শ্যামনগর, আশাশুনি ইউনিয়ন পরিষদের রূপকল্প ও উন্নয়ন পরিকল্পনায় প্রশিক্ষণ কর্মশালা কালিগঞ্জ থেকে ভেটখালী পর্যন্ত রাস্তা ৩৪ ফুট প্রশস্ত করার দাবিতে শ্যামনগরে মানববন্ধন

সাতক্ষীরা পৌরসভা ২নাম্বার ওয়ার্ডে ক্লিনিং ক্যাম্পেইন উদ্বোধন

সাতক্ষীরা প্রতিনিধি / ১৯৮ দেখেছেন:
পাবলিশ: বৃহস্পতিবার, ১৪ আগস্ট, ২০২৫

নিজ নিজ পরিবেশ পরিষ্কার রাখুন, ডেঙ্গু মুক্ত থাকুন’- এই প্রতিপাদ্যকে সামনে রেখে সাতক্ষীরা  পৌরসভায়  মশাবাহিত রোগ প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি ও মশার উৎপত্তিস্থল দূরীকরণের লক্ষ্যে এক ক্লিনিং ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে।

 

বৃহস্পতিবার   (১৪ আগস্ট ) সকাল ৯ টায় পৌরসভার ২ নম্বর ওয়ার্ডে, স্বাস্থ্য অধিদপ্তরের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় এবং ব্র্যাক-এর যৌথ উদ্যোগে জাতীয় ম্যালেরিয়া নির্মূল ও এডিস বাহিত রোগ নিয়ন্ত্রণ কর্মসূচীর আয়োজনে এবং সাতক্ষীরা  পৌরসভার সহযোগিতায় এই ক্যাম্পেইন শুরু হয়।

 

ক্যাম্পেইনের মূল উদ্দেশ্য ছিলো মশাবাহিত রোগ যেমন ডেঙ্গু ও চিকুনগুনিয়া বিষয়ে জনসচেতনতা সৃষ্টি এবং মশার উপদ্রব হ্রাস করা। সকাল ৯ থেকে দুপুর ১টা পর্যন্ত  পৌরসভার ২ নম্বর ওয়ার্ড মঞ্জিতপুর , মুন্সিপাড়া , রাজার বাগান কলেজ ঋষিপাড়া , সহ  ওয়ার্ডের বিভিন্ন এলাকায় জমে থাকা ময়লা আবর্জনা পরিষ্কার করার পাশাপাশি জমে থাকা নোংরা পানি পরিষ্কার কর হয়।

 

এ সময় উপস্থিত ছিলেন,ব্রাকের সিসিএইচ প্রজেক্ট
ডিস্টিক ম্যানেজার, মোঃ সোহেল রানা।শ্যামনগর উপজেলার প্রোগ্রাম অফিসার মোঃ গালিব, ব্রাকের সিসিএইচ প্রজেক্ট ম্যানেজার সাদিয়া সুলতানা ,সমন্নয়ক সুশীলন প্রজেক্ট অফিসার দেব রঞ্জন বিশ্বাস, কমিউনিটি হেলথ ওয়ার্কার আসমা আক্তার, সাহেদা খাতুন,সাজেদা খাতুন, আছিয়া খাতুন।রেড ক্রিসেন্ট  সোসাইটির ইউএলও হাসিবুর ইসলাম সোহান,রেড ক্রিসেন্ট  সোসাইটির স্বেচ্ছাসেবক আরিফুল ইসলাম, সাংবাদিক সোহারাফ হোসেন সৌরাভ, এছাড়াও পৌরসভার পরিষ্কার পরিচ্ছন্নতা কর্মীরা উপস্থিত ছিলেন।

 

ব্রাকের সিসিএইচ প্রজেক্ট ডিস্টিক ম্যানেজার, মোঃ সোহেল রানা বলেন, আমরা এই সাতক্ষীরা জেলার যতগুলো ওয়ার্ড আছে প্রতিটি ওয়ার্ডই ক্যাম্পেইন হবে। তার মধ্যে আমরা আজ দুই নাম্বার ওয়ার্ডে ক্যাম্পেইন উদ্বোধন করলাম। আমাদের কাজ একের পর এক চলমান থাকবে।

 

শ্যামনগর উপজেলার প্রোগ্রাম অফিসার মোঃ গালিব বলেন, আজকের পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযানে, স্বাস্থ্য অধিদপ্তরের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় এবং ব্র্যাক-এর যৌথ উদ্যোগে যে কাজগুলো হচ্ছে সে কাজগুলোর উদ্দেশ্য হচ্ছে মানুষকে সচেতন করা। মানুষ যেন সচেতন হয় ডেঙ্গুর যে ভয়াবহতা ডেঙ্গুর যে প্রকো তেকে মানুষ যেনো সচেতন হতে পারে। ডেঙ্গুর যে ভয়াবহতা তার থেকে আমরা তাদেরকে রক্ষা করতে পারবো।

 

সাদিয়া সুলতানা বলেন, সাতক্ষীরায় মশা ও ডেঙ্গুমুক্ত রাখতে হলে সরকারি ও বেসরকারি উদ্যোগের পাশাপাশি সকলের সম্মিলিত প্রচেষ্টা প্রয়োজন।প্রত্যেকের নিজ নিজ বাড়ির আঙিনা, ছাদ, ফুলের টব, টায়ার, পরিত্যক্ত পাত্র, এমনকি এসির জলীয় অংশেও যদি জল জমে থাকে, তাহলে সেখানে মশার লার্ভা জন্ম নিতে পারে। তাই নিয়মিতভাবে এই স্থানগুলো পরিষ্কার পরিচ্ছন্ন রাখা অপরিহার্য।

 

সমন্নয়ক সুশীলন প্রজেক্ট অফিসার দেব রঞ্জন বিশ্বাস বলেন, সাতক্ষীরা পৌরসভাকে পরিচ্ছন্ন রাখতে হলে যত্রতত্র ময়লা আবর্জনা ফেলা যাবে না। ময়লা আবর্জনা অবশ্যই ডাস্টবিনে ফেলতে হবে, তাহলে এই শহর সুন্দর থাকবে। আসুন আমরা সবাই মিলে একটি সুন্দর সাতক্ষীরা গড়ি।


এই বিভাগের আরো খবর
https://www.kaabait.com