• শুক্রবার, ৩০ জানুয়ারী ২০২৬, ০৪:৪৯
সর্বশেষ :
নিরাপদ খুলনা চাই এর মানববন্ধন ও সমাবেশে বক্তারা খুলনার আইন শৃঙ্খলা পরিস্থিতি অবনতির দায় প্রশাসন এড়াতে পারেনা। নিরাপদ খুলনা চাই এর মানববন্ধন ও সমাবেশে বক্তারা খুলনার আইন শৃঙ্খলা পরিস্থিতি অবনতির দায় প্রশাসন এড়াতে পারেনা বিকেলে সিইসির মুখোমুখি হচ্ছে বিএনপি দরজায় তালা লাগিয়ে’ বিএনপি নেতার ঘরে আগুন, ঘুমন্ত শিশুর মৃত্যু, দগ্ধ আরও ৩ মেয়েকে নিয়ে ২৫ ডিসেম্বর সকালে ফিরবেন তারেক রহমান তফসিল ঘোষণার পর নিজেই পোস্টার অপসারণ করলেন খুলনা-৩ আসনের বিএনপি প্রার্থী রকিবুল ইসলাম বকুল ঝাঁকঝমকপূর্ণ আয়োজনে ওব্যাট থিংক ট্যাংক খুলনার সপ্তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন আরো ৩৬ টি আসনে প্রার্থীর নাম ঘোষণা করেছে বিএনপি চাঁদা তুলতে গিয়ে ছাত্রদল নেতাসহ আটক ৩ শিক্ষার্থীদের আন্দোলনে ঢাকা-ময়মনসিংহে ট্রেন চলাচল বন্ধ

বগুড়ায় ছিনতাই হওয়া অটো চার্জারসহ চোর চক্রের এক সদস্য গ্রেফতার  

বগুড়া প্রতিনিধি / ৬২২ দেখেছেন:
পাবলিশ: শনিবার, ১৯ অক্টোবর, ২০২৪
বগুড়ায় ছিনতাই হওয়া অটো উদ্ধার

বগুড়ায় চার্জারের অটো ছিনতাইয়ের ঘটনায় এক যুবককে গ্রেপ্তার করেছেন বগুড়া সদর থানা পুলিশ। গতকাল  শুক্রবার কাহালু উপজেলার নারহট্ট দরগাহাট নামক স্থান থেকে  তাকে গ্রেপ্তার করেন পুলিশ।
এসময় পুলিশ  ছিনতাই হওয়া অটো চার্জার ও উদ্ধার করেন পুলিশ। গ্রেপ্তারকৃত যুবকের নাম মনির হোসেন। তিনি ওই এলাকার কামরুজ্জামানের ছেলে। বিষয়টি নিশ্চিত করে জানান বগুড়া সদর থানার অফিসার ইনচার্জ এস এম মঈনুদ্দীন।
তিনি আরো  জানান গত ১৭ অক্টোবর রাত সাড়ে ৯ টার দিকে বারোপুর রোডে চার্জারের অটো নিয়ে দাঁড়িয়েছিল জনি মিয়া। এমন সময় অজ্ঞাতনামা তিন ব্যক্তি জনিকে ৩০টাকা ভাড়ায় নেংড়া বাজারে যাওয়ার কথা বলে রওনা হয়৷ রাত পৌণে দশটার দিকে নুনগোলা ডিগ্রী কলেজের পাশে পৌঁছালে যাত্রীবেশে থাকা তিনজন জনির গলার পিছনে চাকু ধরে অটো থামাতে বলে। জনি তাদের কথা না শুনে ডাক-চিৎকার করলে তারা তাকে শরীরের বিভিন্ন স্থানে এলোপাথাড়ী কিলঘুষি মেরে জখম করে। তাদের সাথে ধস্তাধস্তি করাকালে তারা জনির চোখে মরিচ জাতীয় কোন গুড়ো পদার্থ দেয়। তখন জনি চোখে কিছু না দেখায় তাকে মারধর করে আম বাগানের ভিতরে ধাক্কা মেরে ফেলে দিয়ে চার্জার গাড়ি নিয়ে  পালিয়ে যায়।
উক্ত ঘটনার পর অটো চার্জার চালক জনি মামলা দায়ের করলে পুলিশ অভিযান শুরু করে। এ সময় গোপন সংবাদ এর  ভিত্তিতে পুলিশ  অভিযান চালিয়ে  কাহালু উপজেলায় নারহট্ট এলাকা থেকে মনির হোসেনকে গ্রেপ্তার করেন।  এবং ছিনতাই হওয়া চার্জার অটো চার্জার গাড়ি  দশটিকা দানেজ উদ্দিন খেলার মাঠের পাশে বাঁশ ঝাড়ের মধ্যে থেকে উদ্ধার করেন থানা পুলিশ।
ওসি আরো জানান  গ্রেপ্তার মনির ছিনতাইয়ের ঘটনা প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে। এ ঘটনায় তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। আর বাকি আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। ###


এই বিভাগের আরো খবর
https://www.kaabait.com