• শুক্রবার, ৩০ জানুয়ারী ২০২৬, ০৫:৫০
সর্বশেষ :
নিরাপদ খুলনা চাই এর মানববন্ধন ও সমাবেশে বক্তারা খুলনার আইন শৃঙ্খলা পরিস্থিতি অবনতির দায় প্রশাসন এড়াতে পারেনা। নিরাপদ খুলনা চাই এর মানববন্ধন ও সমাবেশে বক্তারা খুলনার আইন শৃঙ্খলা পরিস্থিতি অবনতির দায় প্রশাসন এড়াতে পারেনা বিকেলে সিইসির মুখোমুখি হচ্ছে বিএনপি দরজায় তালা লাগিয়ে’ বিএনপি নেতার ঘরে আগুন, ঘুমন্ত শিশুর মৃত্যু, দগ্ধ আরও ৩ মেয়েকে নিয়ে ২৫ ডিসেম্বর সকালে ফিরবেন তারেক রহমান তফসিল ঘোষণার পর নিজেই পোস্টার অপসারণ করলেন খুলনা-৩ আসনের বিএনপি প্রার্থী রকিবুল ইসলাম বকুল ঝাঁকঝমকপূর্ণ আয়োজনে ওব্যাট থিংক ট্যাংক খুলনার সপ্তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন আরো ৩৬ টি আসনে প্রার্থীর নাম ঘোষণা করেছে বিএনপি চাঁদা তুলতে গিয়ে ছাত্রদল নেতাসহ আটক ৩ শিক্ষার্থীদের আন্দোলনে ঢাকা-ময়মনসিংহে ট্রেন চলাচল বন্ধ

ক্ষু’ধার জ্বালায় কেশবপুর ছেড়ে ডুমুরিয়ায় হনুমানের আগমণ

শেখ মাহাতাব হোসেন, ডুমুরিয়া, খুলনা / ৭২ দেখেছেন:
পাবলিশ: শুক্রবার, ৭ নভেম্বর, ২০২৫

কেশবপুরের হনুমান ক্ষুধার জ্বালায় ডুমুরিয়াতে, দেখতে মানুষের ভিড়। খাদ্যের অভাবে লোকালয়ে ছুটে বেড়াচ্ছে মুখপোড়া হনুমানটি। গত কয়েকদিন গাছে গাছে ঘুরে অবশেষে ক্ষুধার জ্বালায় নেমে এসেছে বাজার ঘাটে। শুক্রবার সকালে (৭ নভেম্বর) খুলনার ডুমুরিয়া উপজেলার খর্নিয়া ইউনিয়নের টিপনা নতুন রাস্তা বাজারে বিভিন্ন চা স্টল ও খাবার হোটেলে ঘুরে বেড়াতে দেখা গেছে। মুখ পোড়া হনুমানটিকে একনজর দেখার জন্য উৎসক জনতা ভিড় করছেন।

 

রুটি, বিস্কুট,কলা ,বাদাম, কমলা, আপেল সহ বিভিন্ন ধরনের খাবার দেয়া মাত্রই তা খাচ্ছে। শুক্রবার দিন প্রথমে তাকে টিপনা নতুন রাস্তা বাজারে চা বিক্রেতা আশুতোষ পাল হনুমান টি কলা রুটি খেতে দেয়, মুদি ব্যবসায়ী শেখ মোফাজ্জেল হোসেন, মুদি ব্যবসায়ী উজ্জ্বল পাল কে খেতে দিতে বললে সে না দিলে তার দোকানে উঠে বাদাম বের করে খাওয়া শুরু করে।

 

জানা গেছে ২৫ টি হনুমান গোনালী,বামুন্দিয়া, টিপনা সহ বিভিন্ন গ্রামে ঘুরে বেড়াতে দেখা গেছে।

 

এদিকে হনুমানটিকে একনজর কাছ থেকে দেখার চেষ্টা করেও দেখা মেলেনি অনেকের। বৃহস্পতিবার বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ক্ষুধার জ্বালায় বাজারে চলে আসে। যাদের কাছে নিরাপদ মনে করছে তাদের খাবার খাচ্ছে এবং কাছে যাচ্ছে। কেউ কেউ ওই সময়ে তাকে আদর করলে হনুমানও তাকে মাথা থেকে উকুন তুলে দিচ্ছে।

 

এসময় হিন্দু সম্প্রদায়ের অনেকে হনুমানটিকে নেড়ে চেড়ে আদর করে দেন।


এই বিভাগের আরো খবর
https://www.kaabait.com