• শুক্রবার, ৩০ জানুয়ারী ২০২৬, ০২:২৮
সর্বশেষ :
নিরাপদ খুলনা চাই এর মানববন্ধন ও সমাবেশে বক্তারা খুলনার আইন শৃঙ্খলা পরিস্থিতি অবনতির দায় প্রশাসন এড়াতে পারেনা। নিরাপদ খুলনা চাই এর মানববন্ধন ও সমাবেশে বক্তারা খুলনার আইন শৃঙ্খলা পরিস্থিতি অবনতির দায় প্রশাসন এড়াতে পারেনা বিকেলে সিইসির মুখোমুখি হচ্ছে বিএনপি দরজায় তালা লাগিয়ে’ বিএনপি নেতার ঘরে আগুন, ঘুমন্ত শিশুর মৃত্যু, দগ্ধ আরও ৩ মেয়েকে নিয়ে ২৫ ডিসেম্বর সকালে ফিরবেন তারেক রহমান তফসিল ঘোষণার পর নিজেই পোস্টার অপসারণ করলেন খুলনা-৩ আসনের বিএনপি প্রার্থী রকিবুল ইসলাম বকুল ঝাঁকঝমকপূর্ণ আয়োজনে ওব্যাট থিংক ট্যাংক খুলনার সপ্তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন আরো ৩৬ টি আসনে প্রার্থীর নাম ঘোষণা করেছে বিএনপি চাঁদা তুলতে গিয়ে ছাত্রদল নেতাসহ আটক ৩ শিক্ষার্থীদের আন্দোলনে ঢাকা-ময়মনসিংহে ট্রেন চলাচল বন্ধ

নেতানিয়াহু সমঝোতা নিয়ে খেলছেন

প্রতিনিধি: / ২৭৪ দেখেছেন:
পাবলিশ: রবিবার, ১৮ ফেব্রুয়ারী, ২০২৪

আন্তর্জাতিক: অবরুদ্ধ গাজা উপত্যকার যুদ্ধবিরতির সমঝোতা নিয়ে ‘খেলছেন’ ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। রোববার এ কথা বলেন ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাসের সিনিয়র মুখপাত্র ওসামা হামদান। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ খবর জানিয়েছে। গাজার যুদ্ধবিরতি সমঝোতায় না আসার কারণ উল্লেখ করে হামদান বলেন, সমঝোতার বিষয়ে মতবিরোধের মূল কারণ হলেন নেতানিয়াহু এবং তার খেলা। সমঝোতা নিয়ে ইচ্ছে মতো খেলা খেলছেন নেতানিয়াহু। লেবাননের রাজধানী বৈরুত থেকে হামদান আল জাজিরাকে বলেন, সমঝোতার কোনো ব্যবস্থা বা চুক্তির চেষ্টা করছেন না নেতানিয়াহু। এটা স্পষ্ট। সমঝোতার বিষয়ে হামাসের অবস্থান উল্লেখ করে হামদান বলেন, শনিবার এক বিবৃতিতে হামাস প্রধান ইসমাইল হানিয়াহ বলেছেন, সমঝোতার বিষয়ে হামাস ইতিবাচক অবস্থানে আছে। তাছাড়া যুদ্ধবিরতির ইচ্ছাও আছে হামাসের। প্রতিবেদন থেকে জানা গেছে, তিন পর্যায়ের বর্তমান প্রস্তাবটিতে প্রাথমিকভাবে ছয় সপ্তাহের যুদ্ধবিরতির কথা বলা আছে। পরে যুদ্ধবিরতির মেয়াদ বাড়তেও পারে। তাছাড়া চুক্তির আওতায় ফিলিস্তিনি বন্দীদের মুক্তির বিনিময়ে কিছু ইসরায়েলি জিম্মি ছাড়া পেতে পারেন। গাজা উপত্যকায় ইসরায়েলি বাহিনীর তাÐব যেন থামছেই না। এখন পর্যন্ত সেখানে প্রায় ২৯ হাজার ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরায়েল। ওয়াফা নিউজ এজেন্সির এক প্রতিবেদনে বলা হয়েছে, মধ্য গাজার দেইর আল-বালাহ এবং রাফাহ প্রান্তে ইসরায়েলি বাহিনী হামলা চালানোয় এক রাতেই ১০ ফিলিস্তিনি নিহত হয়েছে। এর আগে জাতিসংঘ জানিয়েছে, রাফায় ইসরায়েলি স্থল আগ্রাসনের ভয়ে ফিলিস্তিনিরা দেইর আল-বালাহ শরণার্থী শিবিরসহ মধ্য গাজার বিভিন্ন স্থানে পালিয়ে বেড়াচ্ছে। গাজার হামাস-নিয়ন্ত্রিত স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ইসরায়েলি বাহিনী খান ইউনিসের নাসের হাসপাতালের বেশ কয়েকজন কর্মীকে গ্রেপ্তার করে নিয়ে গেছে। অপরদিকে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু হামাসের যুদ্ধবিরতি এবং বন্দীদের মুক্তির দাবিকে ‘বিভ্রান্তিকর’ বলে অভিহিত করেছেন। গাজায় যুদ্ধবিরতির বিষয়ে এখনও আলোচনা চলছে। হামাস-নিয়ন্ত্রিত গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গত ৭ অক্টোবর ইসরায়েল এবং হামাসের মধ্যে সংঘাত শুরুর পর এখন পর্যন্ত ২৮ হাজার ৮৫৮ জন ফিলিস্তিনি প্রাণ হারিয়েছে। এ ছাড়া আহত হয়েছে আরও ৬৮ হাজার ৬৬৭ জন। এর আগে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেছিলেন, তিনি ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহুকে বলেছেন যে, জিম্মিদের মুক্ত করতে অস্থায়ী যুদ্ধবিরতির প্রয়োজনীয়তা বিষয়টি তিনি গভীরভাবে অনুভব করছেন।

 


এই বিভাগের আরো খবর
https://www.kaabait.com