• শুক্রবার, ৩০ জানুয়ারী ২০২৬, ০৩:১৬
সর্বশেষ :
নিরাপদ খুলনা চাই এর মানববন্ধন ও সমাবেশে বক্তারা খুলনার আইন শৃঙ্খলা পরিস্থিতি অবনতির দায় প্রশাসন এড়াতে পারেনা। নিরাপদ খুলনা চাই এর মানববন্ধন ও সমাবেশে বক্তারা খুলনার আইন শৃঙ্খলা পরিস্থিতি অবনতির দায় প্রশাসন এড়াতে পারেনা বিকেলে সিইসির মুখোমুখি হচ্ছে বিএনপি দরজায় তালা লাগিয়ে’ বিএনপি নেতার ঘরে আগুন, ঘুমন্ত শিশুর মৃত্যু, দগ্ধ আরও ৩ মেয়েকে নিয়ে ২৫ ডিসেম্বর সকালে ফিরবেন তারেক রহমান তফসিল ঘোষণার পর নিজেই পোস্টার অপসারণ করলেন খুলনা-৩ আসনের বিএনপি প্রার্থী রকিবুল ইসলাম বকুল ঝাঁকঝমকপূর্ণ আয়োজনে ওব্যাট থিংক ট্যাংক খুলনার সপ্তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন আরো ৩৬ টি আসনে প্রার্থীর নাম ঘোষণা করেছে বিএনপি চাঁদা তুলতে গিয়ে ছাত্রদল নেতাসহ আটক ৩ শিক্ষার্থীদের আন্দোলনে ঢাকা-ময়মনসিংহে ট্রেন চলাচল বন্ধ

অক্টোবরে ‘ভেনম ৩’ আসছে

প্রতিনিধি: / ২২০ দেখেছেন:
পাবলিশ: বৃহস্পতিবার, ১৪ মার্চ, ২০২৪

বিনোদন: হলিউডের জনপ্রিয় সুপারহিরো চলচ্চিত্র ভেনম ফ্র্যাঞ্চাইজির তৃতীয় কিস্তি ‘ভেনম ৩’ অবশেষে মুক্তির জন্য প্রস্তুত। তৃতীয় কিস্তির শিরোনাম রাখা হয়েছে ‘ভেনম: দ্য লাস্ট ড্যান্স।’ সেই সঙ্গে সিনেমাটির মুক্তির তারিখও ঘোষণা করা হয়েছে। আগামী ২৫ অক্টোবর বিশ্বব্যাপী মুক্তি পাবে টম হার্ডির সুপারহিরো চলচ্চিত্রটি। এর আগে ২০২৩ সালের ৮ নভেম্বর মুক্তির তারিখ নির্ধারিত থাকলেও সিনেমাটির মুক্তি পিছিয়ে যায়। গত বছর সাগ-আফট্রা ধর্মঘটের কারণে ‘ভেনম ৩’-এর নির্মাণ কাজ বন্ধ হয়ে যায়। গত বছরের নভেম্বরের শেষে ধর্মঘটের সমাপ্তির ফলে পুরনায় শুটিং শুরু হয় এটির। অবশেষে এই বছরই পর্দায় আসছে ‘ভেনম: দ্য লাস্ট ড্যান্স। সিনেমার নাম ও মুক্তির তারিখ ঘোষিত হলেও এর প্লট এখনও আড়াল রাখা হয়েছে। টম হার্ডি ভেনম চরিত্রেই ফিরে আসছেন। এছাড়াও থাকছেন জুনো টেম্পল, চিওয়েটেল ইজিওফোর এবং ক্লার্ক ব্যাকো। এটি পরিচালনা করছেন কেরি মার্সেল। তিনি হার্ডির সাথে যৌথভাবে এর চিত্রনাট্যও লিখেছেন। প্রথম দুটি ‘ভেনম’ চলচ্চিত্র পরিচালনা করেছিলেন যথাক্রমে রুবেন ফ্লেশার এবং অ্যান্ডি সার্কিস। বক্স অফিসে সম্মিলিত ১.৩ বিলিয়ন আয় করেছিল সিনেমা দুটি। এবার প্রথমবারের মতো ফিচার ফিল্মের পরিচালনায় থাকছেন কেরি মার্সেল। ‘ভেনম ৩’ প্রযোজনা করছেন আভি আরাদ, ম্যাট টলমাচ, অ্যামি পাসকাল, হাচ পার্কার, মার্সেল এবং টম হার্ডি। ২০১৮ সালে ভেনম সিনেমার প্রথম কিস্তি মুক্তি পায়। এটি বক্স অফিস হিট হয়েছিল। বিশ্বব্যাপী সিনেমাটি আয় করে ৮৫৫ মিলিয়ন ডলার। এরপর ২০২১ সালে মুক্তি পায় দ্বিতীয় কিস্তি ‘ভেনম: লেট দেয়ার বি কার্নেজ।’ এটিও বক্স অফিসে দারুণ সফল। এবার আসছে তৃতীয় কিস্তি।


এই বিভাগের আরো খবর
https://www.kaabait.com