• রবিবার, ১৪ ডিসেম্বর ২০২৫, ১২:৩৭
সর্বশেষ :
তফসিল ঘোষণার পর নিজেই পোস্টার অপসারণ করলেন খুলনা-৩ আসনের বিএনপি প্রার্থী রকিবুল ইসলাম বকুল ঝাঁকঝমকপূর্ণ আয়োজনে ওব্যাট থিংক ট্যাংক খুলনার সপ্তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন আরো ৩৬ টি আসনে প্রার্থীর নাম ঘোষণা করেছে বিএনপি চাঁদা তুলতে গিয়ে ছাত্রদল নেতাসহ আটক ৩ শিক্ষার্থীদের আন্দোলনে ঢাকা-ময়মনসিংহে ট্রেন চলাচল বন্ধ বাউল আবুল সরকারের মুক্তির দাবিতে কিশোরগঞ্জে সার্বজনীন মানববন্ধন ময়মনসিংহে হাসপাতাল-ক্লিনিকে র‌্যাবের অভিযান , ৫ লাখ টাকা জরিমানা উপকূলীয় শ্যামনগর, আশাশুনি ইউনিয়ন পরিষদের রূপকল্প ও উন্নয়ন পরিকল্পনায় প্রশিক্ষণ কর্মশালা কালিগঞ্জ থেকে ভেটখালী পর্যন্ত রাস্তা ৩৪ ফুট প্রশস্ত করার দাবিতে শ্যামনগরে মানববন্ধন ডিজিটাল সহিংসতা প্রতিরোধে শ্যামনগরে র‍্যালি, মানববন্ধন ও সংবাদ সম্মেলন

অনন্ত জলিল ক্ষমতার অপব্যবহারের কারন জানালেন

প্রতিনিধি: / ২৪৬ দেখেছেন:
পাবলিশ: সোমবার, ১১ মার্চ, ২০২৪

বিনোদন: দিন ঘনিয়ে আসছে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনের। নিপুণ আক্তারের প্যানেলের জন্য শাকিব খানকে প্রস্তাব দেয়া হয়েছিল। তিনি নাকচ করার পর অনন্ত জলিলকে একই প্রস্তাব দেয়া হয়। কিন্তু তিনিও সময়ের অভাবে নির্বাচন করবেন না বলে জানিয়ে দিয়েছেন। বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির ২০২৪-২৬ মেয়াদের নির্বাচনে চিত্রনায়ক অনন্ত জলিলের কথায় বোঝা যায়, তার কিছুটা ইচ্ছা থাকলেও অতি ব্যস্ততার কারণে তিনি নির্বাচন করবেন না বলে জানিয়ে দিয়েছেন। বর্তমান কমিটির সাধারণ সম্পাদক নিপুণ চেয়েছিলেন তার প্যানেলে অনন্ত জলিলকে সভাপতি করে তিনি সাধারণ সম্পাদক পদে দাঁড়াবেন, তা আর হলো না। নির্বাচন নিয়ে অনেক বিতর্ক রয়েছে। নানা রকম সমালোচনার জালে পড়তে হয় নেতাদের। নির্বাচনে অংশ নেয়া প্রসঙ্গে অনন্ত জলিল বলেন, ‘আমার ব্যবসাতে অনেক বেশি সময় দেয়া লাগে। তাই নির্বাচন করার মতো পর্যাপ্ত সময় আমার হাতে নেই। আর যাদের হাতে সিনেমা নেই, তারাই এসব নিয়ে ভাবে।’ অনন্ত জলিল আরও বলেন, ‘নির্বাচন করলেও হয়তো ভালো হতো, কিন্তু আমার সমস্যা হলো সময়। চলচ্চিত্রকে ভালোবাসি, সবার সঙ্গে ভালো সম্পর্ক রয়েছে। সবার বিপদে পাশে আমি থাকব; কিন্তু নির্বাচন করার মতো সময় আমার নেই। সে কারণে আমি বিনীতভাবে সভাপতি হওয়ার প্রস্তাব নাকচ করে দিয়েছি।’ তার ভাষায়, ‘নির্বাচনে জিতে ক্ষমতার অপব্যবহার করেন অনেকে। কারণ ক্ষমতায় দাঁড়িপাল্লার চেয়ে অপব্যবহারটা বেশি করতে দেখা যায়। সে কারণেই নেতারা এমন সমালোচিত হয় বলে আমার মনে হয়।’


এই বিভাগের আরো খবর
https://www.kaabait.com