• শুক্রবার, ৩০ জানুয়ারী ২০২৬, ০৩:১৬
সর্বশেষ :
নিরাপদ খুলনা চাই এর মানববন্ধন ও সমাবেশে বক্তারা খুলনার আইন শৃঙ্খলা পরিস্থিতি অবনতির দায় প্রশাসন এড়াতে পারেনা। নিরাপদ খুলনা চাই এর মানববন্ধন ও সমাবেশে বক্তারা খুলনার আইন শৃঙ্খলা পরিস্থিতি অবনতির দায় প্রশাসন এড়াতে পারেনা বিকেলে সিইসির মুখোমুখি হচ্ছে বিএনপি দরজায় তালা লাগিয়ে’ বিএনপি নেতার ঘরে আগুন, ঘুমন্ত শিশুর মৃত্যু, দগ্ধ আরও ৩ মেয়েকে নিয়ে ২৫ ডিসেম্বর সকালে ফিরবেন তারেক রহমান তফসিল ঘোষণার পর নিজেই পোস্টার অপসারণ করলেন খুলনা-৩ আসনের বিএনপি প্রার্থী রকিবুল ইসলাম বকুল ঝাঁকঝমকপূর্ণ আয়োজনে ওব্যাট থিংক ট্যাংক খুলনার সপ্তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন আরো ৩৬ টি আসনে প্রার্থীর নাম ঘোষণা করেছে বিএনপি চাঁদা তুলতে গিয়ে ছাত্রদল নেতাসহ আটক ৩ শিক্ষার্থীদের আন্দোলনে ঢাকা-ময়মনসিংহে ট্রেন চলাচল বন্ধ

অর্জুন কন্যা মাহিকা বলিউডে পা রাখছেন

প্রতিনিধি: / ২৬৩ দেখেছেন:
পাবলিশ: মঙ্গলবার, ২৭ ফেব্রুয়ারী, ২০২৪

বিনোদন: বাবা অর্জুন রামপালের পথ অনুসরণ করে অভিনয়ে পা রাখতে চান বলিউড অভিনেতা অর্জুন রামপালের বড় কন্যা মাহিকা রামপাল। শিগগিরই বলিউডে অভিষেক হতে যাচ্ছে অর্জুন কন্যার। এ খবর জানালেন অভিনেতা নিজেই। ইন্ডিয়া টুডেকে দেওয়া একটি সাক্ষাৎকারে অর্জুন রামপাল জানিয়েছেন, তাঁর বড় মেয়ে এবার বলিউডে ডেবিউ করতে চলেছেন। অর্জুন জানান, তাঁর মেয়ে মাহিকা অভিনেত্রী হতে ভীষণ আগ্রহী। ছোট থেকেই নাকি মাহিকা স্কুলের নাটকে অংশ নিতেন। ভালো ভালো চরিত্রে কাজও করেছেন। একই সঙ্গে অভিনেতা জানান বাড়িতেও নাকি তাঁর বড় মেয়ে তাঁদের সবাইকে বিনোদন দেন। সাক্ষাৎকারে অর্জুন রামপাল বলেন, ‘আমার বড় মেয়ে মাহিকার অভিনেত্রী হওয়ার খুব ইচ্ছা। স্কুল জীবনে নাটকে অভিনয় করেছে এবং ভালো পারফর্ম করেছে। আমাদের বাড়িতে সবাইকে সে বিনোদন দিয়ে থাকে। এমনটা আপনিও দেখেছেন, আমিও ছোটবেলায় এমনটা করতাম। আপনিও এক ধরনের আকর্ষণের কেন্দ্র হতে চান, এভাবে আপনি অভিনেতা হতে চান।’ অর্জুন রামপাল বলেন, ‘মাহিকা লন্ডনের মেটফিল্ম স্কুল থেকে স্নাতক সম্পন্ন করেছে। আমি তাকে বলেছিলাম, কীভাবে একটি চলচ্চিত্র নির্মিত হয় তা তাকে দেখতে হবে। এই ক্যাম্পাসে পুরো সেটআপ রয়েছে। লেখা, পরিচালনা, প্রোডাকশন, সম্পাদনা, অভিনয়, ক্যামেরা, লাইটিং- তারা তোমাকে সবকিছু শেখাবে। সুতরাং একদিন তুমি বুম ধরবে, সেট ডিজাইন করবে; আরেক দিন নির্দেশনা দেবে। সুতরাং তুমি সবকিছু শিখবে এবং সবকিছুকে সম্মান করবে।’ ১৯৯৮ সালে বাঙালি মডেল মেহের জেসিয়ার সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন অর্জুন রামপাল। ২০১৮ সালে আনুষ্ঠানিকভাবে বিবাহবিচ্ছেদের ঘোষণা দেন তারা। এ সংসারে মাহিকা রামপাল এবং মায়রা রামপাল নামে দুই কন্যাসন্তান রয়েছে। ২০১৮ সালে এক বন্ধুর মাধ্যমে দক্ষিণ আফ্রিকান মডেল-অভিনেত্রী গ্যাব্রিয়েলা ডেমেট্রিয়াডেসের সঙ্গে পরিচয় হয় অর্জুন রামপালের। পরবর্তীতে তা বন্ধুত্ব এবং প্রেমে রূপ নেয়। ২০১৯ সালে অর্জুন রামপালের সন্তানের মা হন গ্যাব্রিয়েলা। প্রথম সন্তানের নাম রেখেছেন অরিক রামপাল। ৪ বছর পর তাদের জীবনে আসে পুত্র সন্তান। দীর্ঘদিন ধরে লিভ-ইন করছেন অর্জুন-গ্যাব্রিয়েলা।

 


এই বিভাগের আরো খবর
https://www.kaabait.com