• বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫, ০৬:৫৫
সর্বশেষ :
তফসিল ঘোষণার পর নিজেই পোস্টার অপসারণ করলেন খুলনা-৩ আসনের বিএনপি প্রার্থী রকিবুল ইসলাম বকুল ঝাঁকঝমকপূর্ণ আয়োজনে ওব্যাট থিংক ট্যাংক খুলনার সপ্তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন আরো ৩৬ টি আসনে প্রার্থীর নাম ঘোষণা করেছে বিএনপি চাঁদা তুলতে গিয়ে ছাত্রদল নেতাসহ আটক ৩ শিক্ষার্থীদের আন্দোলনে ঢাকা-ময়মনসিংহে ট্রেন চলাচল বন্ধ বাউল আবুল সরকারের মুক্তির দাবিতে কিশোরগঞ্জে সার্বজনীন মানববন্ধন ময়মনসিংহে হাসপাতাল-ক্লিনিকে র‌্যাবের অভিযান , ৫ লাখ টাকা জরিমানা উপকূলীয় শ্যামনগর, আশাশুনি ইউনিয়ন পরিষদের রূপকল্প ও উন্নয়ন পরিকল্পনায় প্রশিক্ষণ কর্মশালা কালিগঞ্জ থেকে ভেটখালী পর্যন্ত রাস্তা ৩৪ ফুট প্রশস্ত করার দাবিতে শ্যামনগরে মানববন্ধন ডিজিটাল সহিংসতা প্রতিরোধে শ্যামনগরে র‍্যালি, মানববন্ধন ও সংবাদ সম্মেলন

ডুমুরিয়ায় মা ম লা প্রত্যাহারের দাবিতে সংবাদ সম্মেলন

শেখ মাহতাব হোসেন, ডুমুরিয়া, খুলনা প্রতিনিধি  / ১৭৭ দেখেছেন:
পাবলিশ: শুক্রবার, ২৭ ডিসেম্বর, ২০২৪
মামলা প্রত্যাহারের দাবিতে সংবাদ সম্মেলন

খুলনার ডুমুরিয়ায় স্কুল ছাত্র স্বাধীন আত্মহত্যার হয়রানীমূলক মামলা প্রত্যাহারের দাবীতে ডুমুরিয়া প্রেসক্লাবে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকালে মুক্তা বেগম নামে এক গৃহবধু এ সংবাদ সম্মেলন করে।

 

লিখিত বক্তব্যে মুক্তা বেগম বলেন, শাহপুর বহুমুখী মাধ্যমিক বিদ্যালয়ের ৮ম শ্রেনীর ছাত্র স্বাধীন সরদার ৬ষ্ঠ শ্রেনীতে পড়–য়া আমার মেয়েকে বিভিন্ন সময় উত্যক্ত করতো।

 

যার কারণে মানষিকভাবে ভেঙ্গে পড়ে আমার মেয়ে। বিষয়টি স্বাধীনের পরিবারকে জানানো হলে তারা স্বাধীনকে ঘরে তালা দিয়ে আটকে রাখে। একপর্যায়ে গত ২২ ডিসেম্বর রবিবার দুপুরে নিজ বাড়িতে গলায় রশি দিয়ে আত্মহত্যা করে স্বাধীন। এ ঘটনায় ডুমুরিয়া থানায় একটি অপমৃত্যু মামলা হয়।

 

এদিকে স্বাধীনের মা রেক্সনা বেগম বাদী হয়ে গত ২৫ ডিসেম্বর ডুমুরিয়া থানায় আত্মহত্যা প্ররোচনামুলক একটি মামলা করে। যে মামলায় আমার স্বামী সেলিম গাজীসহ আমার ভাই রায়হান সরদার ওরফে টিটু ও শামীম সরদারকে আসামী করা হয়। ময়না তদন্ত রিপোর্ট ছাড়াই হয়রানীমূলক ওই মামলা প্রত্যাহারের দাবী জানানো হয় সংবাদ সম্মেলনে।

 

এসময়ে উপস্থিত ছিলেন শিউলী বেগম, জহির সরদার, সাজেদ গাজী, নাসির গাজী, রুবিনা বেগম, মনিরুল সরদার, রিক্তা বেগম প্রমুখ।

 

এ বিষয়ে মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই শেখ মোঃ জাকির হোসেন জানান, স্বাধীনকে গলায় রশি দিয়ে ঝুলান্ত অবসস্থায় উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু এবং একটি আত্মহত্যা প্ররোচনা মামলা হয়েছে। মামলার দুই আসামী টিটু ও শামীমকে গ্রেফতার করে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।


এই বিভাগের আরো খবর
https://www.kaabait.com