• শুক্রবার, ৩০ জানুয়ারী ২০২৬, ০৩:১৯
সর্বশেষ :
নিরাপদ খুলনা চাই এর মানববন্ধন ও সমাবেশে বক্তারা খুলনার আইন শৃঙ্খলা পরিস্থিতি অবনতির দায় প্রশাসন এড়াতে পারেনা। নিরাপদ খুলনা চাই এর মানববন্ধন ও সমাবেশে বক্তারা খুলনার আইন শৃঙ্খলা পরিস্থিতি অবনতির দায় প্রশাসন এড়াতে পারেনা বিকেলে সিইসির মুখোমুখি হচ্ছে বিএনপি দরজায় তালা লাগিয়ে’ বিএনপি নেতার ঘরে আগুন, ঘুমন্ত শিশুর মৃত্যু, দগ্ধ আরও ৩ মেয়েকে নিয়ে ২৫ ডিসেম্বর সকালে ফিরবেন তারেক রহমান তফসিল ঘোষণার পর নিজেই পোস্টার অপসারণ করলেন খুলনা-৩ আসনের বিএনপি প্রার্থী রকিবুল ইসলাম বকুল ঝাঁকঝমকপূর্ণ আয়োজনে ওব্যাট থিংক ট্যাংক খুলনার সপ্তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন আরো ৩৬ টি আসনে প্রার্থীর নাম ঘোষণা করেছে বিএনপি চাঁদা তুলতে গিয়ে ছাত্রদল নেতাসহ আটক ৩ শিক্ষার্থীদের আন্দোলনে ঢাকা-ময়মনসিংহে ট্রেন চলাচল বন্ধ

বলিউড অভিনেতা মুকুল দেব মারা গেছেন

ডেস্ক / ১১০২ দেখেছেন:
পাবলিশ: শনিবার, ২৪ মে, ২০২৫

বলিউড অভিনেতা মুকুল দেব মারা গেছেন। গেল কয়েকদিন ধরে অসুস্থ হয়ে ভর্তি ছিলেন হাসপাতালে।

 

তাকে রাখা হয়েছিল আইসিইউতে। মৃত্যুকালে এই অভিনেতার বয়স হয়েছিল ৫৪ বছর।

 

মুকুলের মৃত্যুর খবর ভারতীয় গণমাধ্যমে নিশ্চিত করেছেন তার ‘সন অব সর্দার’ সিনেমার সহশিল্পী বিধু দাড়া সিং। তিনি বলেন, ‌বাবা-মায়ের মৃত্যুর পর মুকুল নিজেকে গুটিয়ে রেখেছিল। এমনকি সে ঘর থেকে বেরোতে বা কারো সঙ্গে দেখা করতো না। কয়েকদিন ধরে তার স্বাস্থ্যের অবনতি হচ্ছিল, হাসপাতালে ভর্তি ছিল। তার ভাই এবং তাকে যারা চিনত ও ভালোবাসত, তাদের সকলের প্রতি আমার সমবেদনা। সে একজন অসাধারণ মানুষ ছিল, আমরা সবাই তাকে মিস করব।
১৯৯৬ সালে চলচ্চিত্রে নাম লেখান মুকুল। তার অভিনীত প্রথম সিনেমা ‘দস্তক’। ‘সন অব সর্দার’, ‘ইয়ামলা পাগলা দিওয়ানা’, ‘আর রাজকুমার’ ও ‘জয় হো’সহ একাধিক হিন্দি ও আঞ্চলিক ভাষার সিনেমায় অভিনয় করেছেন তিনি।
বেশ কিছু ভারতীয় বাংলা সিনেমাতেও খলনায়কের চরিত্রে দেখা গেছে মুকুলকে। এর মধ্যে অন্যতম টলিউড সুপারস্টার জিৎ অভিনীত ‘আওয়ারা’। কাজ করেছেন পাঞ্জাবি, দক্ষিণী সিনেদুনিয়াতেও।

 

টেলিভিশনেও কাজ করেছেন এই অভিনেতা। ‘ঘরওয়ালি উপরওয়ালি’, ‘কাহানি ঘর ঘর কি’র মতো জনপ্রিয় ধারাবাহিকে দেখা গেছে তাকা।

 

১৯৭০ সালে দিল্লিতে জন্মগ্রহণ করেন মুকুল দেব। অভিনয়ের বাইরে তিনি একজন প্রশিক্ষিত পাইলট ছিলেন এবং তার বাবা হরি দেব পুলিশের সহকারী কমিশনার ছিলেন। মুকুল দেবের ভাই রাহুল দেবও একজন অভিনেতা।


এই বিভাগের আরো খবর
https://www.kaabait.com