• শুক্রবার, ৩০ জানুয়ারী ২০২৬, ০২:০৩
সর্বশেষ :
নিরাপদ খুলনা চাই এর মানববন্ধন ও সমাবেশে বক্তারা খুলনার আইন শৃঙ্খলা পরিস্থিতি অবনতির দায় প্রশাসন এড়াতে পারেনা। নিরাপদ খুলনা চাই এর মানববন্ধন ও সমাবেশে বক্তারা খুলনার আইন শৃঙ্খলা পরিস্থিতি অবনতির দায় প্রশাসন এড়াতে পারেনা বিকেলে সিইসির মুখোমুখি হচ্ছে বিএনপি দরজায় তালা লাগিয়ে’ বিএনপি নেতার ঘরে আগুন, ঘুমন্ত শিশুর মৃত্যু, দগ্ধ আরও ৩ মেয়েকে নিয়ে ২৫ ডিসেম্বর সকালে ফিরবেন তারেক রহমান তফসিল ঘোষণার পর নিজেই পোস্টার অপসারণ করলেন খুলনা-৩ আসনের বিএনপি প্রার্থী রকিবুল ইসলাম বকুল ঝাঁকঝমকপূর্ণ আয়োজনে ওব্যাট থিংক ট্যাংক খুলনার সপ্তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন আরো ৩৬ টি আসনে প্রার্থীর নাম ঘোষণা করেছে বিএনপি চাঁদা তুলতে গিয়ে ছাত্রদল নেতাসহ আটক ৩ শিক্ষার্থীদের আন্দোলনে ঢাকা-ময়মনসিংহে ট্রেন চলাচল বন্ধ

রানীসংকৈলে ইত্যাদি অনুষ্ঠান সম্পন্ন হলো হট্ট-গোলের মধ্য দিয়ে

অনলাইন ডেস্ক / ৮৫৯ দেখেছেন:
পাবলিশ: শুক্রবার, ১০ জানুয়ারী, ২০২৫

রানীসংকৈল এ হৈচৈ আর হট্টগোলের মধ্য দিয়ে আংশিক ভাবে সমপন্ন হলো দেশ বরণ্য হানিফ সংকেত এর জনপ্রিয় ইত্যাদি অনুষ্ঠান।

প্রথমে সামান্য কিছু অসুবিধার মধ্য দিয়ে করতালির দিয়ে বরন করে নেই হানিফ সংকেত এর ইত্যাদি অনুষ্ঠান।

পরবর্তীতে ঊ- শৃঙ্খলা বেড়ে যায়। চেয়ার ছুড়া ছুড়ির মধ্যে ২ টি পর্ব দর্শক উপভোগ করলেও পরবর্তীতে ঊ-শৃঙ্খলা ব্যাপক আকার ধারণ করলে হানিফ সংকেত ইত্যাদি অনুষ্ঠান টি বন্ধরাখার সিদ্ধান্ত নেই। এক পর্যায়ে কয়েকহাজার দর্শক ইত্যাদি অনুষ্ঠান ত্যাগ করে।

 

পরবর্তীতে উশৃংখল জনতা নিজ নিজ ঠিকানায় চলে যাওয়ার পর বহুল আলোচিত দেশবরেণ্য হানিফ সংকেত ইত্যাদি অনুষ্ঠান টি আবারও পরিচালনা করেন স্হানীয় প্রশাসনের হস্তক্ষেপে যাহা ১০/০১/২৫ ইং তারিখে রাত ১ টা পর্যন্ত কিছু দর্শক উপভোগ করলেও সমালোচনার ঝড় চলতেই থাকে গণ মানুষের মুখে। বাংলাদেশ টেলিভিশনের শিক্ষা, তথ্য ও বিনোদনমুলক ম্যাগাজিন অনুষ্ঠান, ‘ইত্যাদি ‘ এর পরবর্তী অনুষ্ঠানের কয়েকটি পর্ব দর্শক দের উপস্থিতি তে ধারণ করা হয় এবং কিছু দর্শক উপভোগ করেন।

স্হান:- রানীসংকৈল (রাজা টংকনাথের ) জমিদার বাড়ি, রানীসংকৈল, ঠাকুরগাঁও।

 

অনুষ্ঠান টি নারী পুরুষ এর ঠেলাঠেলি আর চেয়ার ছুড়া ছুড়ির মধ্যদিয়ে বহুল আলোচিত দেশবরেণ্য হানিফ সংকেত এর ইত্যাদি অনুষ্ঠান সম্পন্ন হয়।


এই বিভাগের আরো খবর
https://www.kaabait.com