• শুক্রবার, ৩০ জানুয়ারী ২০২৬, ০৩:১৫
সর্বশেষ :
নিরাপদ খুলনা চাই এর মানববন্ধন ও সমাবেশে বক্তারা খুলনার আইন শৃঙ্খলা পরিস্থিতি অবনতির দায় প্রশাসন এড়াতে পারেনা। নিরাপদ খুলনা চাই এর মানববন্ধন ও সমাবেশে বক্তারা খুলনার আইন শৃঙ্খলা পরিস্থিতি অবনতির দায় প্রশাসন এড়াতে পারেনা বিকেলে সিইসির মুখোমুখি হচ্ছে বিএনপি দরজায় তালা লাগিয়ে’ বিএনপি নেতার ঘরে আগুন, ঘুমন্ত শিশুর মৃত্যু, দগ্ধ আরও ৩ মেয়েকে নিয়ে ২৫ ডিসেম্বর সকালে ফিরবেন তারেক রহমান তফসিল ঘোষণার পর নিজেই পোস্টার অপসারণ করলেন খুলনা-৩ আসনের বিএনপি প্রার্থী রকিবুল ইসলাম বকুল ঝাঁকঝমকপূর্ণ আয়োজনে ওব্যাট থিংক ট্যাংক খুলনার সপ্তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন আরো ৩৬ টি আসনে প্রার্থীর নাম ঘোষণা করেছে বিএনপি চাঁদা তুলতে গিয়ে ছাত্রদল নেতাসহ আটক ৩ শিক্ষার্থীদের আন্দোলনে ঢাকা-ময়মনসিংহে ট্রেন চলাচল বন্ধ

ফেরদৌস ওয়াহিদ ভক্তদের সুখবর দিলেন

প্রতিনিধি: / ২৫২ দেখেছেন:
পাবলিশ: শনিবার, ২৪ ফেব্রুয়ারী, ২০২৪

বিনোদন: আগামী ২৬ মার্চ বরেণ্য সংগীতশিল্পী ফেরদৌস ওয়াহিদের জন্মদিন। জন্মদিন উপলক্ষে নতুন গান নিয়ে আসছেন এই শিল্পী। প্রকাশ পাবে তাঁর গাওয়া ‘ফেরদৌস ওয়াহিদের জীবনের গল্প’ শিরোনামের একটি গান। ‘জীবনটা সকাল দুপুর/জীবনটা মধ্যদুপুর/জীবনটা ঘুমের আগে জেগে ওঠার স্বপ্ন দেখা- এমন কথার গানটি লিখেছেন শেখ নজরুল। সুর করেছেন পিজিত মহাজন। সংগীত পরিচালনায় রয়েছেন ওয়াহিদ শাহীন। এটি প্রকাশ হবে এইচএম ভয়েসের ইউটিউব চ্যানেলে। গানটি প্রসঙ্গে ফেরদৌস ওয়াহিদ বলেন, ‘গানের কথা ভালো লেগেছে বলেই এটি গেয়েছি। সুরও অসাধারণ হয়েছে। ভিডিওতে রয়েছে যতেœর ছাপ। গানটিতে অনেকেই জীবনের গল্প খুঁজে পাবেন। আশা করছি, শ্রোতাদের পছন্দ হবে গানটি।’ পিজিত মহাজন বলেন,“২০২৩ সালের শুরুর দিকে ‘ফেরদৌস ওয়াহিদের জীবনের গল্প’ গানটি রেকর্ড করেছি। পরে দৃশ্যধারণও হয়েছে। গানটি প্রকাশের জন্য উপযুক্ত একটি দিন খুঁজছিলাম। ভাবলাম শিল্পীর জন্মদিনে গানটি প্রকাশ করার উপযুক্ত সময়। এ কারণে ২৬ মার্চ এটি প্রকাশের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অনেকেই জানেন ফেরদৌস ওয়াহিদ এখন নাগরিক জীবন ছেড়ে গ্রামে বসবাস করছেন। গানের ভিজুয়ালে তাঁর গ্রামীণ জীবন উঠে এসেছে। আশা করছি গান ওভিডিও সবার মন ভরাবে।” গত বছর শেষের দিকে একসঙ্গে ২২টি গান করার কথা ঘোষণা দিয়েছিলেন ফেরদৌস ওয়াহিদ। এবার ভক্তদের সুখবর দিলেন তিনি। তৈরি হয়েছে তাঁর সেইসব গান। গানগুলো পর্যায়ক্রমেপ্রকাশ হবে বলে জানা গেছে। নতুন গান ছাড়াও শিগগিরই ‘সন্ধ্যা মায়া’নামে একটি সিনেমা পরিচালনা করবেন ফেরদৌস ওয়াহিদ। পরিচালনার পাশাপাশি এতে অভিনয়ও করবেন তিনি। নতুন শিল্পীদেরই বেশি দেখা যাবে তাঁর নির্মিতব্য এ সিনেমায়,এমনটিই জানিয়েছেন তিনি।


এই বিভাগের আরো খবর
https://www.kaabait.com