• মঙ্গলবার, ০৯ ডিসেম্বর ২০২৫, ১০:৪৩
সর্বশেষ :
ঝাঁকঝমকপূর্ণ আয়োজনে ওব্যাট থিংক ট্যাংক খুলনার সপ্তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন আরো ৩৬ টি আসনে প্রার্থীর নাম ঘোষণা করেছে বিএনপি চাঁদা তুলতে গিয়ে ছাত্রদল নেতাসহ আটক ৩ শিক্ষার্থীদের আন্দোলনে ঢাকা-ময়মনসিংহে ট্রেন চলাচল বন্ধ বাউল আবুল সরকারের মুক্তির দাবিতে কিশোরগঞ্জে সার্বজনীন মানববন্ধন ময়মনসিংহে হাসপাতাল-ক্লিনিকে র‌্যাবের অভিযান , ৫ লাখ টাকা জরিমানা উপকূলীয় শ্যামনগর, আশাশুনি ইউনিয়ন পরিষদের রূপকল্প ও উন্নয়ন পরিকল্পনায় প্রশিক্ষণ কর্মশালা কালিগঞ্জ থেকে ভেটখালী পর্যন্ত রাস্তা ৩৪ ফুট প্রশস্ত করার দাবিতে শ্যামনগরে মানববন্ধন ডিজিটাল সহিংসতা প্রতিরোধে শ্যামনগরে র‍্যালি, মানববন্ধন ও সংবাদ সম্মেলন নির্বাচিত হতে পারলে খাজরা ইউনিয়নে জলাবদ্ধতা ও কোনো কাঁচা রাস্তা : সাবেক এমপি কাজী আলাউদ্দিন

গ্রিনকার্ডের প্রতিযোগিতা রাজকুমারের সঙ্গে : মারুফ

প্রতিনিধি: / ২৩০ দেখেছেন:
পাবলিশ: সোমবার, ২৫ মার্চ, ২০২৪

বিনোদন: দীর্ঘদিন ধরে স্থায়ীভাবে যুক্তরাষ্ট্রে বসবাস করছেন চিত্রনায়ক কাজী মারুফ। তবে সময়-সুযোগ পেলেই ছুটে আসেন নাড়ির টানে বাংলাদেশে। তাও খুব বেশি দিনের জন্য নয়। পরিবার ও নিকট আত্মীয়-স্বজনদের সঙ্গে সময় কাটিয়ে উড়াল দেন সুদূর আমেরিকায়। গেল ১৪ মার্চ দেশে ফিরেছেন ইতিহাস’খ্যাত এই অভিনেতা। তবে এবার দেশের আশার উদ্দেশ্য শুধুমাত্র পরিবারের জন্য নয়। ঈদে মুক্তি পাচ্ছে তার নতুন সিনেমা ‘গ্রিন কার্ড’। আর এ নিয়ে দারুণ ব্যস্ত সময় পার করছেন কাজী মারুফ। তার কথায়, ‘অনেক দিন পর দেশে এলাম। অনেক কিছুর পরিবর্তন হয়েছে। দেশে আসার পর থেকে ছবিটি নিয়ে একটু ব্যস্ত আছি। এজন্য কারও সঙ্গে তেমন যোগাযোগ হচ্ছে না। চেষ্টা করছি, ঈদের আমার ভক্ত-দর্শকদের ভালো একটি ছবি উপহার দেওয়ার।’ ‘গ্রিন কার্ড’ কী ঈদের জন্যই নির্মাণ করেছেন? উত্তরে কাজী মারুফ বলেন, ‘যখন থেকে ছবির কাজ শুরু করেছি, তখনই সিদ্ধান্ত নিয়েছি; এটি ঈদে মুক্তি দেব। গেল বছর ফেব্রয়ারিতে এর শুটিং শেষ হয়েছে। আমার ভক্ত-দর্শকদের ভালো একটি কাজ উপহার দেওয়ার ভাবনা থেকেই ছবিটি করা। ইতিমধ্যেই এটি সেন্সরবোর্ডে জমা দিয়েছি। সেন্সর পেলেই ঈদে মুক্তির বিষয়ে পুরোপুরি কনফার্ম করতে পারব। বাকিটা এখন অবস্থা ও পরিস্থিতির ওপর নির্ভর করছে।’ ইতিমধ্যেই ঈদে মুক্তির তালিকায় এগিয়ে আছে ডজনখানেক সিনেমা। এর মধ্যে শাকিব খানের ‘রাজকুমার’ও আছে। এত সিনেমার ভিড়ে ‘গ্রিন কার্ড’, প্রযোগিতাটা কঠিন হয়ে যাবে না? এমন প্রশ্নে উত্তরে তিনি বলেন, ‘ছবি নিয়ে অতীতে অনেক প্রতিযোগিতা হয়েছে। সে সময়ও আমার ছবি ঈদে এসেছে এবং সাফল্য পেয়েছে। আর আমি তো ফ্লপ নায়ক নই। ঈদে আমার অনেক ছবি হিট হয়েছে- এমন ইতিহাসও আছে। প্রতিযোগিতাকে আমি ভয় পাই না বরং লড়তে ভালো লাগে। ঈদে শাকিব খানের “রাজকুমার” আসবে, অন্যদের ছবিও আসবে। তবে “রাজকুমার”র সঙ্গে “গ্রিন কার্ড”র প্রতিযোগিতা হতে পারে। কারণ দুটি ছবিই আমেরিকায় ধারণ করা।’


এই বিভাগের আরো খবর
https://www.kaabait.com