• সোমবার, ২২ ডিসেম্বর ২০২৫, ১১:১৩
সর্বশেষ :
দরজায় তালা লাগিয়ে’ বিএনপি নেতার ঘরে আগুন, ঘুমন্ত শিশুর মৃত্যু, দগ্ধ আরও ৩ মেয়েকে নিয়ে ২৫ ডিসেম্বর সকালে ফিরবেন তারেক রহমান তফসিল ঘোষণার পর নিজেই পোস্টার অপসারণ করলেন খুলনা-৩ আসনের বিএনপি প্রার্থী রকিবুল ইসলাম বকুল ঝাঁকঝমকপূর্ণ আয়োজনে ওব্যাট থিংক ট্যাংক খুলনার সপ্তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন আরো ৩৬ টি আসনে প্রার্থীর নাম ঘোষণা করেছে বিএনপি চাঁদা তুলতে গিয়ে ছাত্রদল নেতাসহ আটক ৩ শিক্ষার্থীদের আন্দোলনে ঢাকা-ময়মনসিংহে ট্রেন চলাচল বন্ধ বাউল আবুল সরকারের মুক্তির দাবিতে কিশোরগঞ্জে সার্বজনীন মানববন্ধন ময়মনসিংহে হাসপাতাল-ক্লিনিকে র‌্যাবের অভিযান , ৫ লাখ টাকা জরিমানা উপকূলীয় শ্যামনগর, আশাশুনি ইউনিয়ন পরিষদের রূপকল্প ও উন্নয়ন পরিকল্পনায় প্রশিক্ষণ কর্মশালা

দেবহাটার সরকারি কেবিএ কলেজে স্মরণে স্বরণসভা ও দোয়া

কে এম রেজাউল করিম, দেবহাটা (সাতক্ষীরা) প্রতিনিধি / ৩১৯ দেখেছেন:
পাবলিশ: বৃহস্পতিবার, ২৮ নভেম্বর, ২০২৪
কেবিএ কলেজে স্মরণে স্বরণসভা ও দোয়া

সাতক্ষীরা জেলার দেবহাটা উপজেলার সখীপুরে ঐতিহ্যবাহী সরকারি খান বাহাদুর আহছান উল্লাহ কলেজে দেশব্যাপী বৈষম্যবিরোধী আন্দোলনে শহীদ ও আহতদের স্মরণে স্মরণসভা, জুলাই’২৪ গণঅভ্যুত্থানের ঘটনাপ্রবাহ নিয়ে আলোচনা, দোয়া এবং অভ্যত্থানের বিজয় উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।
২৮ নভেম্বর’২৪ বৃহস্পতিবার সকাল সাড়ে ১০ টা হতে কলেজের আব্দুল মজিদ কলা ভবনে অনুষ্ঠিত উক্ত অনুষ্ঠানে আয়োজক সরকারি খান বাহাদুর আহছান উল্লাহ কলেজের অধ্যক্ষ প্রফেসর অলোক কুমার ব্যানার্জীর সভাপতিত্বে অনুষ্ঠিত কলেজের শিক্ষক কর্মকর্তাদের মধ্য থেকে বক্তব্য রাখেন হিসাববিজ্ঞান বিভাগীয় প্রধান আলহাজ্জ মো: আকবর আলী, ব্যবস্থাপনা বিভাগীয় প্রধান মো: মনিরুজ্জামান (মহসিন) ও প্রাণিবিদ্যা বিষয়ের প্রভাষক প্রদীপ কুমার মন্ডল।
শিক্ষক মো: আবু তালেব এর সঞ্চালনায় স্মরণসভা, দোয়া ও সাংস্কৃতিক অনুষ্ঠানে শিক্ষার্থীদের মধ্য থেকে বক্তব্য রাখেন মানবিক ২য় বর্ষের শিক্ষার্থী মো: মুর্শিদুল ইসলাম।
 কোরআন তেলাওয়াত, হামদ, নাত সহ বিভিন্ন পরিবেশনায় অংশগ্রহণ  করেন বিজ্ঞান ২য় বর্ষের শিক্ষার্থী হাফেজ রোভার মো: আলমগীর হুসাইন। দেশাত্মবোধক গান পরিবেশন করেন বিজ্ঞান ১ম বর্ষের ছাত্রী অন্বেশা পাল এবং কবিতা আবৃত্তি করেন একই গ্রুপের ছাত্রী তিসান।
অনুষ্ঠানে সভাপতির বক্তব্য পরবর্তী বৈষম্যবিরোধী আন্দোলনে সকল শহীদের আত্মার মাগফিরাত ও আহতদের দ্রুত সুস্থ্যতা কামনা করে দোয়া পরিচালনা করেন আলহাজ্জ মো: আকবর আলী।
এ সময় কলেজের বিভিন্ন বিভাগের শিক্ষক কর্মকর্তা-কর্মচারী, রোভার স্কাউট সদস্য সহ বিভিন্ন বর্ষের শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান শেষে সরকারি খান বাহাদুর আহছান উল্লাহ কলেজের অধ্যক্ষ প্রফেসর অলোক কুমার ব্যানার্জীর নেতৃত্বে শিক্ষক কর্মকর্তা-কর্মচারীবৃন্দ ও শিক্ষার্থীদের সমন্বয়ে একটি টিম দেবহাটা উপজেলার আস্কারপুর গ্রামের আলহাজ্জ মাহমুদ আলম গাজীকে সাথে নিয়ে তার পুত্র ও বৈষম্যবিরোধী ছাত্র জনতার আন্দোলনে সাতক্ষীরা জেলার একমাত্র শহীদ আসিফ হাসান এর কবর জিয়ারত এবং পরিবারের সদস্যদের নিকট সমবেদনা জানান।


এই বিভাগের আরো খবর
https://www.kaabait.com