• সোমবার, ২২ ডিসেম্বর ২০২৫, ১২:০৩
সর্বশেষ :
দরজায় তালা লাগিয়ে’ বিএনপি নেতার ঘরে আগুন, ঘুমন্ত শিশুর মৃত্যু, দগ্ধ আরও ৩ মেয়েকে নিয়ে ২৫ ডিসেম্বর সকালে ফিরবেন তারেক রহমান তফসিল ঘোষণার পর নিজেই পোস্টার অপসারণ করলেন খুলনা-৩ আসনের বিএনপি প্রার্থী রকিবুল ইসলাম বকুল ঝাঁকঝমকপূর্ণ আয়োজনে ওব্যাট থিংক ট্যাংক খুলনার সপ্তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন আরো ৩৬ টি আসনে প্রার্থীর নাম ঘোষণা করেছে বিএনপি চাঁদা তুলতে গিয়ে ছাত্রদল নেতাসহ আটক ৩ শিক্ষার্থীদের আন্দোলনে ঢাকা-ময়মনসিংহে ট্রেন চলাচল বন্ধ বাউল আবুল সরকারের মুক্তির দাবিতে কিশোরগঞ্জে সার্বজনীন মানববন্ধন ময়মনসিংহে হাসপাতাল-ক্লিনিকে র‌্যাবের অভিযান , ৫ লাখ টাকা জরিমানা উপকূলীয় শ্যামনগর, আশাশুনি ইউনিয়ন পরিষদের রূপকল্প ও উন্নয়ন পরিকল্পনায় প্রশিক্ষণ কর্মশালা

দেবহাটা সরকারি কেবিএ কলেজের আকবর আলী’র বিদায় সংবর্ধনা

কে এম রেজাউল করিম, দেবহাটা, সাতক্ষীরা প্রতিনিধি / ১২০ দেখেছেন:
পাবলিশ: বৃহস্পতিবার, ১৫ মে, ২০২৫

দেবহাটা উপজেলার সখীপুরে অবস্থিত ঐতিহ্যবাহী সরকারি খান বাহাদুর আহছান উল্লাহ কলেজের হিসাববিজ্ঞান বিভাগীয় প্রধান কাম ভারপ্রাপ্ত উপাধ্যক্ষ আলহাজ্জ মো: আকবর আলী’র অবসরজনিত (পিআরএল) বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।

 

১৫ মে’২৫ বৃহস্পতিবার শেষ কর্মদিবসে কলেজের শিক্ষক মিলনায়তনে বেলা সাড়ে ১১ টা হতে শিক্ষক পর্ষদ কর্তৃক আয়োজিত উক্ত অনুষ্ঠানে সরকারি খান বাহাদুর আহছান উল্লাহ কলেজের অধ্যক্ষ প্রফেসর অলোক কুমার ব্যানার্জীর সভাপতিত্বে সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন কলেজের প্রতিষ্ঠাকালীন শিক্ষক দীর্ঘদিনের সাবেক অধ্যক্ষ মো: রিয়াজুল ইসলাম।

 

ব্যবস্থাপনা বিভাগীয় প্রধান মো: মনিরুজ্জামান (মহসিন) এর সঞ্চালনায় অনুষ্ঠিত অনুষ্ঠানে আরা বক্তব্য রাখেন কলেজ শিক্ষক পর্ষদ সম্পাদক ও ইংরেজি বিভাগীয় প্রধান মো: শাহানুর রহমান,রসায়ন বিভাগের প্রধান স্বপন কুমার মন্ডল,হিসাববিজ্ঞান বিভাগের পরবর্তী বিভাগীয় প্রধান আলহাজ্জ মো: মাসুদ করিম, প্রভাষক মো: নাজমুল হুদা ডালিম, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের নবাগত বিভাগীয় প্রধান মোছা: পারভীন সুলতানা, প্রভাষক মো: তৌহিদুজ্জামান, প্রভাষক মো: আনোয়ার সিদ্দীক, প্রভাষক শাহজাহান কবীর, শরীরচর্চা শিক্ষক মো: শামছুল হুদা কবীর খোকন, শিক্ষক ও জেলা রোভারের সম্পাদক মো: আবু তালেব প্রমূখ।

 

শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন ফিন্যান্স বিভাগের প্রভাষক আলহাজ্জ মো: মেশারফ হোসেন। গীতা পাঠ করেন প্রভাষক নৃপেন্দ্র নাথ স্বর্ণকার।

 

অনুষ্ঠানের শেষ পর্যায়ে কলেজের পক্ষ থেকে বিদায়ী সংবর্ধিত শিক্ষক আলহাজ্জ মো: আকবর আলীকে ফুলেল শুভেচ্ছা ও কিছু উপহার সামগ্রী এবং ব্যবস্থাপনা ও হিসাববিজ্ঞান বিভাগের পক্ষ থেকেও কিছু উপহার সামগ্রী প্রদান করা হয়েছে।

 

কলেজের বর্তমান অধ্যক্ষ, সাবেক অধ্যক্ষ সহ বক্তাগণ বিদায়ী সংবর্ধিত শিক্ষক একজন সফল পিতা, সফল অভিভাবক, গুণী ও দায়িত্ববান শিক্ষক। তাই কলেজের নিকটে বাড়ী হওয়ায় কলেজ থেকে নিয়মতান্ত্রিকভাবে বিদায় নিলেও তিনি কলেজের যেকোনো প্রয়োজনে সবসময় পাশে থাকেন এবং ভবিষ্যৎ জীবনে তিনি যাতে সুস্থভাবে সততার সাথে জীবন অতিবাহিত করতে পারেন সেজন্য মহান সৃষ্টিকর্তার নিজট সকলে প্রার্থনা করেন।

 

এছাড়া যশোর শিক্ষক প্রশিক্ষণ থাকা কলেজের ৪ জন শিক্ষক মো: আব্দুর রহমান, প্রদীপ কুমার মন্ডল, রিতা রানী,রাবেয়া খাতুন এবং পবিত্র হজ্জব্রত পালনের জন্য মক্কা শরীফে অবস্থানরত ব্যবস্থাপনা বিভাগের প্রভাষক মো: আমিনুর রহমানও যার যার অবস্থান থেকে বিদায়ী সংবর্ধিত শিক্ষক আলহাজ্জ মো: আকবর আলী’র জন্য বিশেষভাবে দোয়া ও শুভ কামনা জানিয়েছেন।


এই বিভাগের আরো খবর
https://www.kaabait.com