• রবিবার, ২১ ডিসেম্বর ২০২৫, ০৮:০৭
সর্বশেষ :
দরজায় তালা লাগিয়ে’ বিএনপি নেতার ঘরে আগুন, ঘুমন্ত শিশুর মৃত্যু, দগ্ধ আরও ৩ মেয়েকে নিয়ে ২৫ ডিসেম্বর সকালে ফিরবেন তারেক রহমান তফসিল ঘোষণার পর নিজেই পোস্টার অপসারণ করলেন খুলনা-৩ আসনের বিএনপি প্রার্থী রকিবুল ইসলাম বকুল ঝাঁকঝমকপূর্ণ আয়োজনে ওব্যাট থিংক ট্যাংক খুলনার সপ্তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন আরো ৩৬ টি আসনে প্রার্থীর নাম ঘোষণা করেছে বিএনপি চাঁদা তুলতে গিয়ে ছাত্রদল নেতাসহ আটক ৩ শিক্ষার্থীদের আন্দোলনে ঢাকা-ময়মনসিংহে ট্রেন চলাচল বন্ধ বাউল আবুল সরকারের মুক্তির দাবিতে কিশোরগঞ্জে সার্বজনীন মানববন্ধন ময়মনসিংহে হাসপাতাল-ক্লিনিকে র‌্যাবের অভিযান , ৫ লাখ টাকা জরিমানা উপকূলীয় শ্যামনগর, আশাশুনি ইউনিয়ন পরিষদের রূপকল্প ও উন্নয়ন পরিকল্পনায় প্রশিক্ষণ কর্মশালা

যৌ ন হ য়রানি ও প্রশ্ন ফাঁসের অভি যোগে শিক্ষকের অপসারণ দাবি

নিজস্ব প্রতিনিধি / ১৩৬ দেখেছেন:
পাবলিশ: সোমবার, ২৬ মে, ২০২৫

সাতক্ষীরা সদরে বল্লী মুজিবুর রহমান মাধ্যমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক শফিকুর রহমানের বিরুদ্ধে ছাত্রীদের যৌন হয়রানির অভিযোগে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুষ্টিত হয়েছে। সোমবার (২৬ মে) সকাল সাড়ে ৯টায় বল্লী মুজিবুর রহমান মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গনে মানববন্ধন অনুষ্টিত হয়। এসময় মানববন্ধনে বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী ও বর্তমান শিক্ষার্থীররা অংশগ্রহন করেন। অভিযুক্ত শিক্ষক শফিকুর রহমানের দ্রুত অপসারণ ও তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানান বিক্ষুদ্ধ শিক্ষার্থীরা। এসময় অভিভাবক সচেতন নাগরিক সহ স্থানীয় রাজনৈতিক ব্যক্তির বর্গ শিক্ষার্থীদের পাশে দাঁড়ানোর আশ্বাস দেন।

 

এ সময় মানববন্ধনে ‘শিক্ষা প্রতিষ্ঠানে নৈতিকতার অবক্ষয় চলবে না’, ‘শফিকুর রহমানের অপসারণ চাই’, ‘ছাত্রীদের নিরাপত্তা চাই’—এমন নানা স্লোগানে প্রকম্পিত হয় বিদ্যালয় এলাকা।

 

মানববন্ধন কর্মসূচিতে অংশগ্রহণ করে শিক্ষক শফিকুর রহমানের বিরুদ্ধে নানাবিধ অভিযোগের বর্ণনা দেন শিক্ষার্থীরা। বিক্ষুদ্ধ ছাত্ররা মানববন্ধনে বলেন, অভিযুক্ত শিক্ষক দীর্ঘদিন ধরে ছাত্রীদের যৌণ হয়রানি করে আসছে। তিনি বিভিন্ন সময় ছাত্রীদের নিয়ে পার্কে ঘুরে বেড়ানো, ক্লাসে যৌন ইঙ্গিতপূর্ণ আচরণ, এবং পবিত্র রমজান মাসে এক বিশেষ ছাত্রীর জন্মদিনে শ্রেণিকক্ষে উৎসব আয়োজনের মতো ন্যাক্কারজনক কাজ করেছেন।

 

বক্তারা আরও বলেন, “এই চরিত্রহীন ও লম্পট শিক্ষক একজন শিক্ষার্থীর আদর্শ হতে পারেন না। তাকে দ্রুত অপসারণ করে দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনতে হবে।” এছাড়া তার বিরুদ্ধে পরীক্ষার প্রশ্ন ফাঁস, ভুয়া বিল-ভাউচারের মাধ্যমে সরকারি অর্থ আত্মসাৎ এবং ক্ষমতাসীন রাজনৈতিক দলের প্রভাব খাটিয়ে দীর্ঘদিন ধরে অপকর্ম চালিয়ে যাওয়ার অভিযোগ রয়েছে। অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা না হলে শিক্ষার্থীরা ক্লাস বর্জনসহ অন্য প্রতিষ্ঠানে ট্রান্সফার হওয়ার বিষয়ে জানান।

 

এ বিষয়ে বল্লী মুজিবুর রহমান মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) আজহারুজ্জামান মুকুল জানান, বিষয়টি নিয়ে ভুক্তভোগী শিক্ষার্থীদের সঙ্গে কথাবার্তা বলা হবে। শিক্ষক শফিকুর রহমানের বিরুদ্ধে অভিযোগ গুলোর সত্যতা পেলে তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে।


এই বিভাগের আরো খবর
https://www.kaabait.com