পাইকগাছা( খুলনা)প্রতিনিধি: পাইকগাছায় প্রশাসনের নির্দেশনা উপেক্ষা করে উপজেলার চাঁদখালীতে কপোতাক্ষ নদের খননকৃত মাটি কেটে রাতের আধারে পাঁচার করা হচ্ছে ইট ভাটায়। প্রশাসনের নজরদারি স্বত্বেও প্রভাবশালী ব্যক্তিরা ফাঁকি দিয়ে বেকু ম্যাশিনে মাটি কেটে মহেন্দ্র গাড়ীতে করে ইট ভাটায় পাঁচার করছেন। এ ঘটনায় কালীদাশপুর ও স্থানীয় বাসিন্দাদের মধ্যে শফিকুল ইসলাম গাজী,সালাউদ্দীন গাজী,মেহেদী হাসান,নজরুল ইসলাম,সবুর গাজীসহ অনেকেই সংসদ সদস্যোর হস্তক্ষেপ কামনা করে অভিযোগ করেছেন। অভিযোগে উল্লেখ করা হয়েছে চাদঁখালীর অধিকাংশ ইট ভাটায় কপোতাক্ষ নদের খননকৃত সরকারী মাটি নিয়ে যাওয়া হচ্ছে। ইউনিয়নের কাটাখালী এলাকা থেকে চাঁদখালী বাজার হয়ে ধামরাইল পর্যন্ত কপোতাক্ষ নদের পাশে রাখা খননকৃত সরকারি মাটি এবং কোথাও কোথাও চর ভরাটি জমি থেকে গভীর রাতে স্কেভেটর (ভেকু) ম্যাশিন দিয়ে কেটে লাখ লাখ টাকার সরকারি মাটি মহেন্দ্র গাড়িতে করে ইটভাটা গুলো তে পাঁচার করা হয়। এর ফলে রাস্তায় ধুলোবালি-কাঁদায় চলাচল অযোগ্য হয়ে পড়ে,বিশেষ করে বর্ষা হলে পিচ্ছিল হয়ে সড়ক গুলোর পরিবেশ নষ্ট হয়,বাড়ে দুর্ঘটনা। অপরদিকে সরকার হারাচ্ছে লাখ লাখ টাকা রাজস্ব। প্রতিকার পেতে ইতোমধ্যে স্থানীয়রা সংসদ সদস্য মোঃ রশীদুজ্জামানের কাছে অভিযোগ করলে তিনি উপজেলা নির্বাহী অফিসারকে ব্যবস্থা নেওয়ার জন্য নির্দেশনা দেন।
আরো....